ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লাকে হারিয়ে শীর্ষে মাশরাফির রংপুর

প্রকাশিত: ১০:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০১৯

কুমিল্লাকে হারিয়ে শীর্ষে মাশরাফির রংপুর

মিথুন আশরাফ ॥ একদিন আগে শুক্রবার ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠেছিল। শনিবার সেই স্থান থেকে কুমিল্লাকে টেনে নামায় রংপুর রাইডার্স। কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে বিপিএলের ষষ্ঠ আসরে লীগপর্ব শেষে শীর্ষস্থান দখল করে মাশরাফির রংপুর। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লীগপর্বের শেষদিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ব্যাটসম্যানদের এতটাই বেহাল অবস্থা হয় যে ১৬.৩ ওভারে ৭২ রান করতেই গুটিয়ে যায় কুমিল্লা। ৩ উইকেট নেয়া রবি বোপারা, ২ উইকেট করে নেয়া মাশরাফি বিন মর্তুজা ও নাহিদুল ইসলামের বোলিং তোপেই ছন্নছাড়া হয়ে পড়েন কুমিল্লা ব্যাটসম্যানরা। জিয়াউর রহমান ২১ রান করেন। জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে ৯.৩ ওভারে ৭৬ রান করে জিতে যায় রংপুর। ক্রিস গেইল (৩০ বলে অপরাজিত ৩৫ রান) ও এবি ডি ভিলিয়ার্সের (২২ বলে অপরাজিত ৩৪ রান) অসাধারণ ব্যাটিংয়ে পাত্তাই পায়নি কুমিল্লা। শুরুতে দলের ৯ রানে মেহেদী মারুফকে আউট করে দিয়ে একটু ধাক্কা দেয়ার চেষ্টা করে কুমিল্লা। কিন্তু এরপর আর কোন উইকেটই তুলে নিতে পারেনি দলটি। গেইল ও ভিলিয়ার্স মিলে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জিতিয়ে দেন। টানা ষষ্ঠ জয় তুলে নেয়। ভিলিয়ার্সের সঙ্গে লীগের শেষ ছয় ম্যাচের চুক্তি ছিল। আবার এটাও বলা হয়েছিল, প্রয়োজনে চুক্তি বাড়ানোর চেষ্টা করা হবে। চুক্তি যদি শেষ পর্যন্ত সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নামার আগে না বাড়ানো যায় তাহলে ভিলিয়ার্সের এটিই বিপিএলে শেষ ইনিংস। বিপিএল মাতিয়েছেন ভিলিয়ার্স। কুমিল্লার ইনিংস শুরু হতেই যেন শেষ হয়ে যায়। তামিম ইকবাল ব্যাট হাতে নামলেন। আর সাজঘরে ফিরলেন। ম্যাচের দ্বিতীয় বলেই এবি ডি ভিলিয়ার্সের কাছে ক্যাচ আউট হয়ে গেলেন ওপেনার তামিম। রানের খাতা খোলার আগেই তামিমের আউটের পর এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভও খুব বেশিদূর এগিয়ে যেতে পারেননি। দলের ১৬ রানে গিয়ে বিজয়ও আউট হয়ে যান। রংপুর এদিন স্পিনার নাহিদুল ইসলামকে দিয়ে বোলিংটা শুরু করে। পরপর দুই উইকেট শিকারও করে নেন নাহিদুল। ২ রান স্কোরবোর্ডে যোগ হতেই কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসও ব্যর্থতার পথেই হাঁটেন। এবার ইমরুলকে শিকার করে নেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কুমিল্লার অধিনায়ককে আউট করে দেন রংপুরের অধিনায়ক। কুমিল্লার ব্যাটিংয়ে কি যে ভরাডুবি শুরু হয়। ১ রান হতেই শামসুরও সাজঘরের পথে হাঁটা শুরু করেন। দেখতে দেখতে ১৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কুমিল্লা। থিসারা পেরেরার ওপর ভরসা ছিল। কিন্তু এবার বিপিএলে খেলতে নেমে শুরুতেই একটি ঝড়ো ইনিংসের পর আর নিজেকে মেলে ধরতে পারছেন না পেরেরা। শনিবারও যেমন ৩ রানের বেশি করতে পারেননি। তাতে করে দলের ২৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে কুমিল্লা। পেরেরাকে আউট করে দেন মাশরাফি। ইমরুল ও পেরেরাকে আউট করেই কুমিল্লার স্কোর যে ১০০ রানেও যেতে দেবে না সেই ভিত যেন গড়ে ফেলেন মাশরাফি। এরপর রবি বোপারা বল হাতে নিয়ে একের পর এক ধাক্কা দিতে থাকেন কুমিল্লা শিবিরে। ষষ্ঠ উইকেটে গিয়ে লিয়াম ডসন ও জিয়াউর রহমান মিলে একটু আশা দেখান। কিন্তু এই জুটিকে বোপারা বড় কিছু গড়তে দেননি। দুইজন মিলে ৩৩ রানের জুটি গড়তেই, দলের ৫৬ রান হতেই জিয়াউরকে সাজঘরে ফেরান বোপারা। ম্যাচটিতে দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করে আউট হয়ে যান জিয়াউর। মুহূর্তেই আবু হায়দার রনি ও ডসনকেও আউট করে দিয়ে কুমিল্লার ইনিংসের মাজা ভেঙ্গে দেন বোপারা। শেষ পর্যন্ত কুমিল্লা ৭২ রানের বেশি করতে পারেনি। ১৬.৩ ওভারে অলআউট হয়ে যায় কুমিল্লা। তিনজন ব্যাটসম্যান তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। শুরুতে শামসুর রহমান (১২), এরপর ডসন (১৮) ও জিয়াউর (২১)। বাকিরা এমনই ব্যর্থ হন চার ব্যাটসম্যানই এর মধ্যে রানের খাতা খোলার আগে আউট হয়ে যান। তাতে কুমিল্লাও হারের মুখে পড়ে যায়। টানা চার ম্যাচে জয়ের পর রংপুরের কাছে এসে হারে কুমিল্লা। লীগপর্বে রংপুরের কাছে টানা দুই ম্যাচেই হারে কুমিল্লা। রংপুর সামনে পড়লেই যেন বিপদগ্রস্ত হয়ে পড়ে কুমিল্লা। আর অল্প রানেই অলআউট হয়ে যায়। লীগে দুই দলের মধ্যকার প্রথম ম্যাচে যেমন ৬৩ রানেই গুটিয়ে গিয়েছিল কুমিল্লা। যা বিপিএলে এবারের আসরে কোন দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার দুঃস্মৃতি। আবারও রংপুরের কাছে অল্প রানেই গুটিয়ে গেল কুমিল্লা। তাতে করে রংপুর আবারও বড় ব্যবধানে জিতে টানা ষষ্ঠ জয় তুলে নেয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানেও উঠে যায় রংপুর। স্কোর ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস- ৭২/১০; ১৬.৩ ওভার (তামিম ০, বিজয় ৫, শামসুর ১২, ইমরুল ০, ডসন ১৮, পেরেরা ৩, জিয়াউর ২১, রনি ০, ওয়াহাব ০, সঞ্জিত ২, সালামখিল ৬*; বোপারা ৩/৭, নাহিদুল ২/৯, মাশরাফি ২/১৮)। রংপুর রাইডার্স ইনিংস ৭৬/১; ৯.৩ ওভার (গেইল ৩৫*, মারুফ ৫, ভিলিয়ার্স ৩৪*; সঞ্জিত ১/৩২)। ফল ॥ রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রবি বোপারা (রংপুর রাইডার্স)।
×