ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এনআরবি ইঞ্জিনিয়ার্স সম্মেলন ২৬-২৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১০:৩১, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 এনআরবি ইঞ্জিনিয়ার্স সম্মেলন ২৬-২৭ ফেব্রুয়ারি

প্রথমবারের মতো কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স বা কোন -২০১৯, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কনভেনশনের লক্ষ্য হলো, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী (এনআরবি) প্রকৌশলীদের সমবেত করা এবং বাংলাদেশের উন্নয়ন কর্মসূচীতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহযোগিতা করা। স্থানীয় প্রবাসী বাংলাদেশে প্রকৌশলী ও গণমাধ্যমকে এই বিষয়ে অবহিত করতে ২৬ জানুয়ারি নিউইয়র্কে একটি টাউন হলে বৈঠক আয়োজন করা হয়। বিটুবি’র চেয়ারম্যান ও কোন- ২০১৯-এর আহ্বায়ক প্রকৌশলী আজাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনস্যুল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। সভায় ৪০ জনের বেশি এনআরবি প্রকৌশলী উপস্থিত ছিলেন। প্রকৌশলী আজাদুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার সূচনা হয়। কনভেনশনটির প্রধান উপদেষ্টা হলেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং কি নোট আলোচনা উপস্থাপন করবেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন কনভেনশন আয়োজনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।-বিজ্ঞপ্তি
×