ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইর লভ্যাংশ অনুমোদন ॥ রকিবুর রহমানের পর্ষদে অন্তর্ভুক্তি

প্রকাশিত: ১০:২৩, ৩ ফেব্রুয়ারি ২০১৯

  ডিএসইর লভ্যাংশ অনুমোদন ॥ রকিবুর রহমানের  পর্ষদে অন্তর্ভুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ৩১ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। এজিএমে শেয়ারহোল্ডাররা ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের পরিচালকম-লীর প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছেন। সভায় সর্বশেষ হিসাব বছরের ঘোষিত ৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম। ডিএসই টাওয়ার প্রজেক্ট, নতুন প্রোডাক্টসহ শেয়ারহোরল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান। সভায় মোঃ রকিবুর রহমানকে পুনরায় ডিএসইর পরিচালক নির্বাচন করা হয়। সভার শুরুতে ডিএসইর শেয়ারহোল্ডার নাসির-উর-রহমান সিনহা, সাবেক ডিএসই সদস্য মোঃ শাহিদুল্লাহ ও শেয়ারহোল্ডার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। ডিএসই নবম ইজিএমে এ্যাসোসিয়েশন অব ঢাকা স্টক এক্সচেঞ্জের বিভিন্ন অনুচ্ছেদসমূহের পরিবর্তন, পরিমার্জন ও সংযোজন করা হয়। আর ৫৭তম এজিএমে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নব-নির্বাচিত সরকারকে অভিনন্দন জানান। অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, ২০১৭-১৮ অর্থবছরে ডিএসইতে একটা গুণগত পরিবর্তন ঘটে। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও সফলভাবে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে। ডিএসইর পরিচালনা পর্ষদ ওম্যানেজমেন্ট গত এক বছর কৌশলগত বিনিয়োগকারী আনার ব্যাপারে অত্যন্ত ব্যস্ত সময় পার করে। নিরলস পরিশ্রম ও দীর্ঘ কর্মযজ্ঞের পর অবশেষে বিশ্বের খ্যাতিমান এক্সচেঞ্জ শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এটি ডিএসইর জন্য আন্তর্জাতিকীকরণ, মানসম্পন্নকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনের ক্ষেত্রে একটি বড় অর্জন। যা ডিএসইর পরিচালনা পর্ষদের কঠোর ও মহৎ প্রচেষ্টা এবং ডিএসইর শেয়ারহোল্ডারদের আন্তরিক সমর্থনের ফলাফল। ডিএসইর পরিচালনা পর্ষদ কৌশলগত বিনিয়োগকারীদের বিষয়ে নির্দেশনা এবং অনুমোদনের জন্য বিএসইসির কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে শেনঝেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। সভায় বক্তব্য রাখেন বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ এস শাহুদুল হক বুলবুল, আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, এ্যাঙ্কর সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এজেডএম নাজিম উদ্দিন, গ্রীনল্যান্ড ইক্যুইটিজের ব্যবস্থাপনা পরিচালক এম রাজিব আহসান, প্রডুনেসিয়াল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক, মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিন, প্রাইলিংক সিকিউরিটিজের চেয়ারম্যান ডাঃ মোঃ জহিরুল ইসলাম, মোনা ফাইন্যান্সয়াল সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু এমপি, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক, কাইয়ুম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মোঃ কাইয়ুম, বালি সিকিউরিটিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান এমপি, ডিএসইর পরিচালক ও মিডওয়ে সিকিউরিটিজের চেয়ারম্যান মোঃ রকিবুর রহমান।
×