ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪১ ফুট উঁচু কেক

প্রকাশিত: ০৯:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০১৯

৪১ ফুট উঁচু কেক

কাপ কেক দিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানিয়ে রেকর্ড গড়েছে ভারত। চেন্নাইয়ের ফোরাম বিজয়া বিপণিবিতানে ৪১ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই কেকটি স্থাপন করা হয়েছে। ভারতের প্রখ্যাত পৃথি কিচেন এপ্লায়েন্স এবং চেন্নাইয়ের ফুড কনসুলেট কোম্পানি এই কেকটি তৈরি করেছে। পিরামিড আকৃতির এই কেকটি তৈরিতে সময় লেগেছে মাত্র ৩০ ঘণ্টা। গিনেস বুক কর্তৃপক্ষ এটিকে বিশ্বের সুউচ্চ কেকের স্বীকৃতি দিয়েছে। লেসার পদ্ধতি ব্যবহার করে কেকটির উচ্চতা নির্ণয় করে গিনেস বুক কর্তৃপক্ষ। গিনেস বুক কর্তৃপক্ষের সনদ পাওয়ার পর কেকটি ভারতের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেয়া হয়। পৃথি কিচেনের ৪০ বছর ও নতুন বছর পালনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির একদল নিবেদিতপ্রাণ কর্মী এত অল্প সময়ে কেকটি তৈরি করেন। বিজয়া বিপণিবিতানের নিচতলায় এটি তৈরি করা হয়। এটি চেন্নাইয়ের সবচেয়ে বড় ও ব্যস্ততম বিপণিবিতান হিসেবে পরিচিত। এখানে ব্যবহৃত প্রতিটি কেকের ওজন ৭০ গ্রাম করে। সব মিলিয়ে কেকটির ওজন হয়েছিল সোয়া টন।-ইউপিআই ও ইন্ডিয়া টাইমস অবলম্বনে।
×