ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮০তম জন্মদিন পালিত

প্রকাশিত: ০৯:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 কথাসাহিত্যিক হাসান  আজিজুল  হকের  ৮০তম জন্মদিন  পালিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী/ সংবাদদাতা, রাবি ॥ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হকের ৮০তম জন্মদিবস পালিত হয়েছে। গুণী এই লেখকের জন্মদিবস উপলক্ষে শনিবার বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ‘হাসান আজিজুল হক ৮০তম জন্মোৎসব উদ্যাপন পরিষদ, রাজশাহী’। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, হাসান আজিজুল হক রাজশাহীর মতো একটি মফস্বল শহরে বসবাস করে এই শহরটিকে বাংলাদেশে চিনিয়েছেন। তিনি যদি ঢাকায় থাকতেন তবে তিনি আরও আলোড়ন তুলতে পারতেন। আমরা রাজশাহীবাসী তার প্রতি কৃতজ্ঞ। বাংলা একাডেমি পুরষ্কারজয়ী নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক বলেন, আমাদের যেসব গুরুজন পথ দেখিয়েছেন তাদের মধ্যে হাসান আজিজুল হক একজন। তিনি যা লেখেন তা বিশ্বাস করেন এবং সাধারণের মধ্যে থাকেন। আমি প্রত্যাশা করি, তিনি আরও বহুসময় সাধারণের মধ্যে থাকবেন এবং আমাদের সাধারণ করে যাবেন। অনুষ্ঠানে হাসান আজিজুল হককে জন্মদিনের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা, ড. চৌধুরী মোঃ জাকারিয়া, একুশে পদক জয়ী প্রাবন্ধিক সনৎকুমার সাহা, সাবেক রাবি উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, অধ্যাপক আব্দুল খালেক, প্রখ্যাত কবি অধ্যাপক জুলফিকার মতিন প্রমুখ। এ সময় লেখককে উত্তরীয় পরিয়ে দেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি এবং জন্মদিবসের স্মরণিকা প্রদান করেন ইমেরিটাস অধ্যাপক অরুণকুমার বসাক। এছাড়াও রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন ও ব্যক্তিরা লেখককে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে লেখকের কন্যা সুলতানা শরমিন জাহান তোতন রবীন্দ্রসঙ্গীত ও দৌহিত্র অনির্বাণ হাসান অনিন্দ্য পিয়ানো বাদন পরিবেশন করেন। এছাড়াও বরেণ্য এই কথাসাহিত্যিকের বর্ণাঢ্য জীবন নিয়ে আহসান কবীর লিটন নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘গল্পলোকের চিত্রকর’ প্রদর্শিত হয়।
×