ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-রাশিয়া বিতর্কে মডেলকন্যা

প্রকাশিত: ০৯:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৯

ট্রাম্প-রাশিয়া বিতর্কে মডেলকন্যা

নাসতিয়া রিবকা রুশ একজন বিলিয়নেয়ারের সঙ্গে তার প্রমোদ তরীতে পার্টিতে যোগ দিয়ে মাত্র কয়েকটি দিন কাটিয়েছিলেন এবং তার এই হঠাৎ প্রাপ্তির বিষয়টি গর্ব করে পৃথিবীকে জানিয়েছিলেন। কিন্তু সেই ধনকুবের ব্যক্তি ছিলেন ওলেগ ডেরিপাসকা যিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ক্ষমতাধর মিত্র। পরে এই মডেল দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে রুশ হস্তক্ষেপের প্রমাণ মিলেছে তার হাতে। রিবকা একজন বেলারুশিয়ান মডেল এবং তার মূল নাম আনাসতাসিয়া ভাসুকেভিচ। থাইল্যান্ডের জেলখানায় একবছর কারাবন্দী ছিলেন। যাকে তিনি দেখছেন অনাকাক্সিক্ষত ঘটনার শিকার হওয়ার ঘটনা হিসেবে। আমি তার প্রেমে পড়ে যাই। সে খুবই আকর্ষণীয় পুরুষ এবং তার দারুণ সুন্দর দুটি চোখ। সুতরাং কেন নয়? ধনাঢ্য ব্যবসায়ী দেরিপাসকা সম্পর্কে এমনটাই বলেন রিবকা । তিনি কেবল দেরিপাসকার প্রমোদ তরীতে যেতে চেয়েছিলেন, বলছেন রিবকা। ২০১৬-এ তার সেই চাওয়া পূর্ণ হয়। কিন্তু এ নিয়ে মুখ খোলায় দেরিপাসকার দুঃখ ছাড়া আর কিছু মেলেনি। গতবছর এই ধনকুবেরসহ অন্যান্য ধনকুবের বা শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কষাঘাত আসে। পরে দেখা যায় তার সঙ্গে পল ম্যানাফোর্টের ব্যবসায়িক সম্পর্ক ছিল আর পল ম্যানাফোর্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারকার্যের সাবেক চেয়ারম্যান। রিবকা বলেন, তার অনেক সমস্যায় পড়তে হয়েছে, আর আমার ধারণা আমিই সেসব সমস্যার শুরু করেছি, আমিই এর সূচনাকারী। তার অভিযোগ অস্বীকার করেন এই ধনাঢ্য ব্যবসায়ী এবং ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করার দায়ে এই মডেল এবং তার তথাকথিত গুরু আলেকজান্দার কিরিলভের বিরুদ্ধে মামলা করেন। -বিবিসি
×