ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হেবরন ম্যান্ডেট প্রত্যাহার, ইসরাইলের নিন্দায় তুরস্ক

প্রকাশিত: ০৯:১২, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 হেবরন ম্যান্ডেট প্রত্যাহার, ইসরাইলের  নিন্দায় তুরস্ক

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে হেবরন শহরে এক আন্তর্জাতিক পর্যবেক্ষণ গ্রুপকে নতুন করে ম্যান্ডেট না দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। খবর এএফপির। তুর্কী পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, হেবরনে অস্থায়ী আন্তর্জাতিক উপস্থিতি (টিআইপিএইচ) একপক্ষীয়ভাবে অবসানের জন্যই ইসরাইলী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ রাজনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহারের প্রত্যাশা ব্যক্ত করছি আমরা। ১৯৯৪ সালে এক ফিলিস্তিনী হত্যাকা-ের পর হেবরনে এ ম্যান্ডেট প্রতিষ্ঠা করা হয়। ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তিনি এ শহরের ম্যান্ডেটের মেয়াদ বাড়াবেন না। তিনি এ জন্য টিআইপিএইচয়ের পক্ষপাতিত্বকে দায়ী করেছেন। কিন্তু আঙ্কারা ইসরাইলী অভিযোগ বাতিল করে দেয়।
×