ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৩ বছর পর দেশে ফিরলেন চিলির সাবেক গেরিলা নেতা

প্রকাশিত: ০৯:০৯, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 ২৩ বছর পর দেশে ফিরলেন চিলির  সাবেক গেরিলা নেতা

হেলিকপ্টার থেকে ঝুলিয়ে দেয়া বাক্সে করে তিন সহযোগীসহ জেল থেকে পালানো চিলির সাবেক গেরিলা নেতা পেট্রিসিয়া অর্টিজ মন্টিনিগ্রো ২৩ বছর পর দেশে ফিরেছেন। অগস্তো পিনোশের স্বৈরশাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করা এ বামপন্থী গেরিলা নেতা ১৯৯৬ সালে সান্তিয়াগোর জেল থেকে পালিয়েই দেশ ছেড়েছিলেন। এক পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে ১৯৯১ সালে তার ১০ বছরের কারাদ- হয়েছিল। গত বছর চিলির সর্বোচ্চ আদালত এ গেরিলা নেতার গ্রেফতারি পরোয়ানা উঠিয়ে নেয়। বিবিসি। শুক্রবার সুইজারল্যান্ড থেকে সান্তিয়াগোর বিমানবন্দরে নামা প্যাট্রিসিয়াকে তার আত্মীয় স্বজন ও সাবেক সহযোদ্ধাসহ জনা পঞ্চাশেকের একটি দল স্বাগত জানায়। এসময় কারও কারও হাতে ছিল প্যাট্রিওটিক ফ্রন্ট অব ম্যানুয়েল রডরিগেজ (পিএফএমআর) দলের লাল পতাকা। পিনোশের বিরুদ্ধে লড়াইয়ে প্যাট্রিসিয়া এ সশস্ত্র দলেরই সদস্য ছিলেন। ‘আমি অভিভূত, খুবই অভিভূত। এ ধরনের অভ্যর্থনা আশা করিনি। আমি আমার দেশে ফিরেছি। ফিরেছি মর্যাদা নিয়েই। ২৩ বছর পর একত্রিত হয়েছি কমরেডদের সঙ্গে। এ দেশে যে প্রতিরোধ হয়েছিল, আমি তার অংশ ছিলাম,’ সাংবাদিকদের বলেন আবেগাপ্লুত প্যাট্রিসিয়া।
×