ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে চক্ষু শিবির

প্রকাশিত: ০৯:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 মৌলভীবাজারে চক্ষু শিবির

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২ ফেব্রুয়ারি ॥ মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপন এলাকায় মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ষষ্ঠবারের মতো ৫ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু হয়েছে। চক্ষু শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চোখের ছানিপড়া ১৮৪ জন ও চোখের নেত্রনালী (ডিসিআর) ৭২ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয় এবং ৫৫১ জন রোগীকে চশমা দেয়া হয়। শনিবার সকাল ৯টায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি, মুজিবুর রহমান মুজিব। ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ জুবায়ের আহমদ সভাপতিত্ব করেন।
×