ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণপিটুনিতে দুইগরুচোর নিহত

প্রকাশিত: ০৯:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 গণপিটুনিতে  দুইগরুচোর  নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জিল্লুর রহমান (৩৫)। সে বগুড়া জেলার আদমদীঘি থানার জিনুইর মধ্যপাড়া এলাকার মৃত মোঃ ইব্রাহীমের ছেলে। কালিয়াকৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন মজুমদার ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ও নওলা গ্রামে গরু চোরদের একটি দল ট্রাক নিয়ে হানা দেয়। তারা ওই দুই গ্রামের মোহন আলী ও শাহজাহানের বাড়ি থেকে ৬টি গরু চুরি করে। পরে তারা পার্শ্ববর্তী বরিয়াবহ গ্রামের আব্দুস সামাদের বাড়িতে হানা দিয়ে গরু চুরি করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা জেগে ওঠে। তারা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসীরা এগিয়ে আসে। পরে গ্রামবাসীরা জড়ো হয়ে গরু চোরদের ধাওয়া করে দু’জনকে আটক করে। তবে গরুচোর দলের অপর সদস্যরা ট্রাক ও গরু নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উত্তেজিত গ্রামবাসী আটক দু’জনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়।
×