ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশিত: ১২:৩৮, ২ ফেব্রুয়ারি ২০১৯

মিরপুরে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের মাজাররোড এলাকায় একটি বাসের ধাক্কায় রহিমা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় নিহতের মেয়ে নাছিমা (৪০) ও তার নাতনি মেঘা (৭) গুরুতর আহত হয়েছে। হতাহতদের গ্রামের বাড়ি নাটোরে সদর উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর মাজার রোডের রাস্তার পার হচ্ছিলেন এক শিশুসহ তিন নারী। এ সময় একটি বেপোরোয়া গতির বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন। তার মেয়ে নাছিমা ও নাতনি মেঘাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। নিহত রহিমাকে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। হাসপাতালের নিহতের আত্মীয় সোহেল রানা জানান, আত্মীয় বাসায় বেড়াতে নাটোর থেকে শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকায় আসেন রহিমা তার মেয়ে নাছিমা ও নাতনি মেঘা। এ সময় বাস থেকে নেমে মিরপুরের মাজাররোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিলে গেলে ডাক্তার রহিমাকে মৃত ঘোষণা করেন। আর মেয়ে ও নাতনিকে ওয়ার্ডে ভর্তি করা হয়। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম-উজ জামান জানান, ঘাকত বাসটি জব্দ করা হয়েছে।
×