ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পানজোরায় সাধু আন্তনীর তীর্থোৎসবে দেশী-বিদেশী ভক্তের ঢল

প্রকাশিত: ১২:২৮, ২ ফেব্রুয়ারি ২০১৯

পানজোরায় সাধু আন্তনীর তীর্থোৎসবে দেশী-বিদেশী ভক্তের ঢল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ‘ধন্য তুমি, পুণ্য তুমি আন্তনী, মহাজ্ঞানী, মহাত্যাগী সাধু আন্তনী’- এ বন্দনার মধ্য দিয়ে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শুক্রবার কালীগঞ্জের পানজোরা গ্রামে অনুষ্ঠিত হলো খ্রীস্টান ধর্মাবলম্বীদের অন্যতম সাধু আন্তনীর তীর্থোৎসব। বৃদ্ধ হতে শিশু পর্যন্ত মহান সাধক আন্তনীর দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত তীর্থোৎসবে যোগ দিয়েছেন। গাজীপুরে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের প্রাচীন গ্রাম পানজোরা খ্রীস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা। প্রত্যন্ত অঞ্চল হলেও পানজোরার রয়েছে নানা ইতিহাস ও ঐতিহ্য। শুক্রবার এ গ্রামটি প্রায় অর্ধলাখ বৃদ্ধ, নারী-পুরুষ ও শিশুদের মিলন মেলায় পরিণত হয়েছিল। খ্রীস্ট ধর্ম প্রচারক যাজক সাধু আন্তনীর পার্বণ উপলক্ষে শুক্রবারের এ তীর্থোৎসবে সাধু আন্তনীর ভক্তদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত কয়েকদিন ধরে খ্রীস্টান ধর্মাবলম্বী ছাড়াও এ সমাবেশে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ ভিড় জমিয়েছিল। দেশ-বিদেশের প্রত্যন্ত অঞ্চল হতে খ্রীস্ট ধর্মাবলম্বী ৫০ হাজারেরও বেশি তীর্থ যাত্রী এবারের সমাবেশে যোগ দিয়েছেন। স্থানীয় প্রশাসন তীর্থোৎসব উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল পুলিশ ছাড়াও অনুষ্ঠানস্থলে প্রবেশ পথে পুলিশ প্রহরা ছাড়াও আন্তনী পার্বণ কমিটির নিজেদের দেড় শতাধিক নিরাপত্তা কর্মী মোতায়েন করছিল নিরাপত্তার জন্য। সাধু আন্তনীর স্মরণে গত ২৩ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পর্যন্ত নয় দিনব্যাপী অনুষ্ঠিত হয় নভেনা অর্থাৎ আধ্যাত্মিক প্রস্তুতির খ্রীস্টযোগ। প্রতিদিন সকাল ও বিকেলে এ খ্রীস্টযাগ অনুষ্ঠিত হয়। দশম দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি শেষ দিনে শুক্রবার অনুষ্ঠিত হয় আন্তনীর পার্বণ। এ দিন ভোর হতে দুপুর পর্যন্ত দু’বার খ্রীস্টযাগ অনুষ্ঠিত হয়।
×