ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই হাকিম চত্বর মুখরিত দেশ-বিদেশের কবিদের কবিতায়, পদচারণায়

দ্রোহ প্রেম ও সময়ের শব্দমালায় জাতীয় কবিতা উৎসব শুরু

প্রকাশিত: ১০:২৮, ২ ফেব্রুয়ারি ২০১৯

 দ্রোহ প্রেম ও সময়ের শব্দমালায় জাতীয় কবিতা উৎসব শুরু

মনোয়ার হোসেন ॥ কবিতা মানেই জীবনের ধারাভাষ্য। কবির বাণীতেই উদ্ভাসিত হয় সুদূর অতীত থেকে সমকাল। কবিতার আশ্রয়েই কবিরা লড়ে যান অমানবিকতার বিরুদ্ধে। চারপাশে যখন ছায়া নামে শঙ্কার তখন কাব্যবীজের স্ফুরণে জেগে ওঠেন আলোর পথযাত্রীরা। এভাবেই সত্য ও সত্তাকে একসঙ্গে প্রকাশ করেন কবি, সৃষ্ট হয় কবিতা। শব্দের পিঠে শব্দের সংযোজনে উচ্চারিত হয় অন্তর্নিহিত বিষয়। সেই শব্দমালায় থাকে দ্রোহ, প্রেম ও সময়ের দিনলিপি। সময়ের ওই দিনপঞ্জিকেই বেছে নিল জাতীয় কবিতা উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করার বারতায় উচ্চকিত হলো বাঙালীর বিজয়গাথা। শিল্পিত উচ্চারণে ব্যক্ত হলো কাক্সিক্ষত স্বদেশের স্বপ্নগাথা, আগামীর সমৃদ্ধ বাংলাদেশের কথা। দিনভর দেশ-বিদেশের কবিদের কবিতা পাঠে মুখরিত হলো উৎসব। ‘বাঙালীর জয় কবিতার জয়’ স্লোগানে শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শুরু হয়েছে তেত্রিশতম এ উৎসব। হাকিম চত্বর নামে পরিচিত ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে শুক্রবার শীতের রোদেলা সকালে বাঙালীর বিজয়ের প্রতিধ্বনিত জাতীয় কবিতা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী উৎসব। এবার এ উৎসব উৎসর্গ করা হয়েছে ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ আসাদ, ডাঃ শামসুজ্জোহা, সার্জেন্ট জহুরুল হক ও মতিউর রহমানকে। সারা দেশের কবিদের সঙ্গে তেত্রিশতম এ উৎসবে অংশ নিচ্ছেন ভিন দেশের কুড়ি কবি। তেত্রিশতম উৎসব উদ্বোধনী করেন প্রখ্যাত কবি আসাদ চৌধুরী। উদ্বোধনী দিনেই হয়েছে কবিতা পাঠ, আবৃত্তি পরিবেশনা ও মুক্ত আলোচনায় সাজানো ছয়টি অধিবেশন। পারস্পরিক ভাব বিনিময়ের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন পর্বে কবিরা পাঠ করেছেন কবিতা। আমন্ত্রিত কবিদের সঙ্গে নিবন্ধনের মাধ্যমে স্বরচিত কবিতা পাঠে অংশ নিয়েছেন দেশের নানা প্রান্তের কবিরা। ছিল অন্য ভাষার কবিতা পাঠ ও খ্যাতিমান বাকশিল্পীদের অংশগ্রহণে আবৃত্তিপর্ব। সকাল থেকে রাত অবধি খ্যাতিমান কবিসহ নানা বয়সী কবিতাপ্রেমীদের বিপুল উপস্থিতিতে সরব ছিল উৎসব আঙিনা। তিন শ’ নিবন্ধিত কবির মধ্যে প্রথম দিনেই কবিতা পড়েছেন দুই শতাধিক। জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করেন গীতিময় কবিতার কবি আসাদ চৌধুরী। পরিষদ সভাপতি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন রুবী রহমান। সাধারণ সম্পাদকের বক্তব্য দেন তারিক সুজাত। বিগত বছরের প্রয়াত শিল্পী-সাহিত্যিকদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন আমিনুর রহমান সুলতান। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় কবি বেলাল চৌধুরী, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, মুস্তাফা নূর-উল ইসলাম, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আলোকচিত্রী ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, ব্যান্ডসঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুসহ প্রয়াত গুণীজনদের। এর আগে বেলা দশটা থেকে শুরু হয় কার্যক্রম। শীতের রোদমাখা সকালে কবিরা পদব্রজে এগিয়ে যান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসানের সমাধি প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাষান্নর ভাষাশহীদদের প্রতি নিবেদন করেন সশ্রদ্ধ ভালবাসা। এর পর হাকিম চত্বরে এসে সবাই মিলে পরিবেশন করেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। সেই সুরে তাল মিলিয়ে উত্তোলিত হয় জাতীয় পতাকা ও পরিষদের পতাকা। মঞ্চ থেকে বিভিন্ন সংগঠনের শিল্পীরা গেয়ে শোনান একুশের গান ও উৎসব সঙ্গীত ‘হাজার বছরের চর্যার পরি/বাঙালির জয় কবিতার জয়’। উদ্বোধনী বক্তব্যে আসাদ চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমা গণতন্ত্রের আশঙ্কায় সতর্ক করে বলেছিলেন, একটা সমাজে কোন ব্যক্তি বা গোষ্ঠীর লোভকে যখন অপরিমিত মাত্রায় বাড়তে দেয়া হয় এবং অন্যের দ্বারা তা প্রবুদ্ধ হয়ে থাকে তখন পশ্চিমের দেশে যাকে গণতন্ত্র বলে তা রূপায়ন আর সম্ভব হয় না। এ রকম পরিস্থিতিতে ব্যক্তিতে ব্যক্তিতে অবিরাম সংগ্রাম চলতে থাকে আপন আকাক্সক্ষা পূরণ আর স্বার্থসিদ্ধির জন্য তারা সামাজিক প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চায়। গণতন্ত্রের তখন একমাত্র কাজ হয়ে দাঁড়ায় ধনীদের আনন্দবিহারের হস্তিবাহক হয়ে ওঠা। এমন প্রেক্ষাপটে আজ বঙ্গবন্ধুর হত্যাকারীদের, যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে নষ্ট রাজনীতির প্রভাবমুক্ত দেশের জাতীয় সংসদে নেই কোন যুদ্ধাপরাধী-এ এক বিশাল অর্জন। সভাপতির বক্তব্যে মুহাম্মদ সামাদ আগামী বছর থেকে ১ ফেব্রুয়ারিকে সরকারী পর্যায়ে জাতীয় কবিতা দিবস হিসেবে ঘোষণার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের পক্ষে বাঙালীর বিজয়ের বার্তা দিয়ে তিনি বলেন, বাঙালীর মাটিতে বঙ্গবন্ধু হত্যার, জেলহত্যার এবং একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উঠে এসেছে উন্নয়নশীল দেশের কাতারে। দুই হাজার আঠারোর ডিসেম্বরে আসে আরেক যুদ্ধ-নির্বাচনের যুদ্ধ। এ যুদ্ধে অবতীর্ণ হতে ভয় পেয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয় দেশ-বিদেশের মাটিতে। বিজয়ের মাস ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার আহ্বানে দেশের কবি-শিল্পী-কৃষক-শ্রমিক-ছাত্র-শিক্ষক-নারীকর্মী-অভিনয়শিল্পী, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ লাখো শহীদের রক্তে রঞ্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়। তারা ছিনিয়ে আনে বিজয়। জাতির দীর্ঘ পথপরিক্রমায় এ এক নতুন বিজয় বাঙালীর, নতুন বিজয় কবি ও কবিতার। বাংলাদেশে আর কোনদিন যেন মুজিববিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী অন্ধকারের শক্তি মাথা তুলতে না পারে-এখন আমাদের সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার সময় এসেছে। এ কারণেই তেত্রিশতম জাতীয় কবিতা উৎসবের বারতা ‘বাঙালীর জয়, কবিতার জয়’। সাধারণ সম্পাদকের বক্তব্যে তারিক সুজাত বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটারনাল পাবলিসিটি উইংয়ের কার্যক্রম আরও গতিশীল করা দরকার। একজন কবি-লেখকের প্রধান দায়িত্ব তার সৃজনশীল ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। আর সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব সেই সৃষ্টিকর্ম নিজ দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া। আজ পর্যন্ত আমাদের দেশের লেখকদের সেরা সাহিত্যকর্ম নিয়ে কোন রাইট ক্যাটালগ তৈরি করে কোন আন্তর্জাতিক বইমেলায় নিয়ে যাওয়া হয়নি। প্রশ্ন তুলে তিনি বলেন, তাহলে মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জন দেয়া জাতির সাহিত্যকর্মের বিশ্বের সংযোগ ঘটানোর দায়িত্ব কে নেবে? প্রগতির পক্ষে কবিদের চিরকালীন অবস্থানটি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের কবিরা চিরকালই অবস্থান নিয়েছে প্রগতিশীলতার পক্ষে। আপোসের চোরাবালিতে হারিয়ে যাওয়ার কোন নজির আমাদের নেই। তাই তিন দশকের বেশি সময় কবিরা এই উৎসবে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের মুক্তির কথা বলেছেন। উৎসবে অংশ নেয়া বিদেশী কবিরা স্ব স্ব ভাষায় অনুবাদ করেছেন বাংলাদেশের কবিদের কবিতা। এর মাধ্যমে বাংলাদেশের কবিতার পরিধি বিস্তৃত হয়েছে বিশ্বময়। রবিউল হুসাইন বলেন, কবিতার জীবন সব সময় সত্য ও ন্যায়ের ভেতরেই প্রতিপালিত হয়। প্রতিটি বস্তুর মধ্যে কবিতা লুকোনো থাকে, এটাই বস্তুর আসল পরিচয়। কোন বস্তুই তার নিজস্ব বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হতে পারে না, সম্ভব নয়। এই বৈশিষ্ট্যই সৌন্দর্য, এটাই সত্য, এটাই ন্যায়। সেই ন্যায় ও সত্যকে আঁকড়ে ধরে লতার মতো বেড়ে ওঠে কবিতা। উদ্বোধনী দিনের মুক্ত আলোচনা ও কবিতা পাঠ পর্বে অংশ নেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা কবি জ্যোতির্ময় দত্ত, মিনাক্ষী দত্ত, সেমন্তী ঘোষ, সুমন গুণ, দিলীপ দাস, মৃণাল দেবনাথ, বিমলেন্দ্র চক্রবর্তী, শোভা দেববর্মণ, দীপক হালদার ও বিধানান্দ পুরকায়স্ত। কবিতা পাঠে অংশ নেন তুরস্কের কবি তারিক গুনারসেল, যুক্তরাজ্যের কবি ক্লারি বুকার, চীনের তানজিয়ান কাই, শ্রীলঙ্কার জয়শঙ্কর সুব্রমনিয়াম, ইরাকের আলী আল সালাহ, মালয়েশিয়ার মালিম ঘোজালি, স্পেনের জুলিও পাভানেত্তি, উরুগুয়ের অ্যানাবেল ভিলার, কঙ্গোর কামা কামান্দা ও নেপালের পুষ্প কাহনাল। উৎসবে স্প্যানিশ কবিতা পড়েন কামা কামান্দা। একই ভাষায় নারীদের উৎসর্গ করে কবিতা পড়েন কবি অ্যানাবেল ভিলার। সম্প্রীতির বার্তা ছড়িয়ে শোভা দেববর্মণ পাঠ করেন ‘রাম রহিম’ নামের কবিতা। ধর্মের ব্যবধানকে মিলিয়ে সম্প্রীতির সরবতায় উচ্চারিত হয় ‘একই বাতাস খুশবু মাটির/ক্যায়া সুবহানআল্লাহ/ তাদের যীশু আমার রাম/ তোমার বিসমিল্লাহ’। শুক্রবার প্রথম দিন রাত নয়টা পর্যন্ত চলে মুক্ত আলোচনা ও কবিতা পাঠে সজ্জিত উৎসব। বেলা একটায় শুরু হয় নিবন্ধনের মাধ্যমে কবিতা পাঠের প্রথম পর্ব। দেশের নানা প্রান্ত থেকে সমাগত নবীন-প্রবীণ কবিরা মেলে ধরেন স্বরচিত কবিতাসম্ভার। এ পর্বের সভাপতিত্ব করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারজয়ী কবি কাজী রোজী। এ পর্বের অন্য ভাষার কবিতা নিয়ে মঞ্চে আসেন কবিরা। পাঠ করেন চাকমা, মনিপুরী, পাংখোয়া কিংবা রাখাইন ভাষার কবিতা। এ অধিবেশনের সভাপতিত্ব করেন দিলারা হাফিজ। শুধুমাত্র আমন্ত্রিত কবিদের নিয়ে অনুষ্ঠিত কবিতা পাঠের তৃতীয় পর্বের সভাপতিত্ব করেন জাতিসত্তার কবিখ্যাত মুহম্মদ নুরুল হুদা। প্রথম দিনের কবিতা পাঠের চতুর্থ অধিবেশনের সভাপতিত্ব করেন মহাদেব সাহা। রাত আটটায় শুরু হওয়া আবৃত্তিপর্বের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আয়োজন। কবিতাপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণীয় হয়ে ধরা দেয় আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণের এই পর্ব। দেশের খ্যাতনামা বাচিকশিল্পীদের কণ্ঠস্বরে উঠে আসে দেশ-বিদেশের বরেণ্য কবিদের কবিতা। সাবেক সংস্কৃতিমন্ত্রী, নন্দিত অভিনেতা ও আবৃত্তিশিল্পী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে হয় প্রথম দিনের সমাপনী অধিবেশনটি। আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিনের সকাল শুরু হবে সেমিনারের মাধ্যমে। কাব্যনাটক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাজেদুল আউয়াল। এ অধিবেশনের সভাপতিত্ব করবেন নূহ-উল-আলম লেনিন। বেলা সাড়ে বারোটায় হবে উৎসবের দ্বিতীয় সেমিনার। বাঙালীর জয় বাংলা কবিতার জয় বিষয়ক প্রবন্ধ পাঠ করবেন কাজল বন্দ্যোপাধ্যায়। সভাপতিত্ব করবেন বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বেলা আড়াইটায় নিবন্ধিত কবিদের অংশগ্রহণে কবিতা পাঠের পঞ্চম পর্বে সভাপতিত্ব করবেন কবি নাসির আহমেদ। নিবন্ধিত কবিদের কবিতা পাঠের ষষ্ঠ পর্বে সভাপতিত্ব করবেন আনোয়ারা সৈয়দ হক। ছড়াকার আসলাম সানীর সভাপতিত্বে আমন্ত্রিত ছড়াকারদের নিয়ে ছড়াপাঠের সপ্তম পর্ব হবে বিকেল সাড়ে চারটায়। বিকেল সাড়ে পাঁচটায় ’১৮ সালের জাতীয় কবিতা পুরস্কারটি তুলে দেয়া হবে কবি হাবীবুল্লাহ সিরাজীর হাতে। সন্ধ্যায় শিহাব সরকারের সভাপতিত্বে কবিতা পাঠের অষ্টম পর্বে অংশ নেবেন অতিথি কবিরা। আমন্ত্রিত কবিদের অংশগ্রহণে কবিতা পাঠের নবম পর্বে সভাপতিত্ব করবেন কবি নির্মলেন্দু গুণ। সমাপনী দিনের শেষ আকর্ষণ হিসেবে থাকবে কবিতার গান। সুরের পথ ধরে কবিতা থেকে নির্মিত হয়েছে অনেক গান। সেসব গান শোনাবেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পীরা। এ পর্বে সভাপতিত্ব করবেন নাট্যজন রামেন্দু মজুমদার।
×