ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যেন সিনেমার কাহিনী

প্রকাশিত: ০৯:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১৯

  যেন সিনেমার কাহিনী

অন্যদিনের মতো কাজের জন্য বাসা থেকে বেরিয়েছিলেন রাজারাম বঙ্গিরওয়ার। কিন্তু অন্যদিন যেমন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন, ১৯৯৮ সালের সেই সন্ধ্যাতে আর বাড়ি ফেরেননি তিনি। রাজারাম ভারতের মহারাষ্ট্রের বন দফতরের বনরক্ষীর কাজ করতেন। চন্দ্রপুরা জেলার কোঠারি গ্রামের বাড়িতে স্ত্রী, তিন ছেলে, বড় ভাই এবং তার পরিবার সবাইকে ফেলে হঠাৎই নিখোঁজ হন তিনি। অফিস, রেলস্টেশন, হাসপাতাল সর্বত্রই তন্ন তন্ন করে খোঁজ করে রাজারামের পরিবার। কিন্তু রাজারাম বঙ্গিরওয়ারের আর কোন সন্ধান মেলেনি। আইন অনুযায়ী ১২ বছর পরে সরকারীভাবে তাকে মৃত ধরে নেয়া হয়। সেই মোতাবেক স্ত্রীও পেতে শুরু করেন বিধবা পেনশন। কিন্তু সিনেমার কাহিনীকে হার মানিয়ে সম্প্রতি ২১ বছর পরে সেই মৃত রাজারামের সঙ্গে দেখা হয়ে যায় তার ছোট ছেলে মুকেশের। মহারাষ্ট্রের চন্দ্রপুরা জেলায় নয়, তার সাক্ষাত মিলেছে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ হাসপাতালে। বাবাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছি। এ যে কী আনন্দ, বলে বোঝাতে পারব না। যাকে ভেবেছিলাম মারা গেছে, তাকেই জড়িয়ে ধরতে পারছি! হাসপাতালে বাবার সঙ্গে ২১ বছর পর দেখা হলে জানান, রাজারামের ছোট ছেলে মুকেশ। মহারাষ্ট্র পুলিশের দুই সদস্য আর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে মুকেশ বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ হাসপাতালে গিয়ে বাবার দেখা পান। -বিবিসি অবলম্বনে।
×