ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর আরও একটি স্প্যান মাওয়ায় পৌঁছেছে

প্রকাশিত: ০৯:৫৩, ২ ফেব্রুয়ারি ২০১৯

 পদ্মা সেতুর আরও  একটি স্প্যান মাওয়ায় পৌঁছেছে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুর আরও একটি স্প্যান চীন থেকে মাওয়ায় এসে পৌঁছেছে। ৩-ডি নম্বর এই স্প্যানটি বুধবার মাওয়ার কুমারভোগ বিশেষায়িত ওয়ার্কশপে খালাস করা হয়। এদিকে পদ্মা সেতুর ৬-ই নম্বর স্প্যানটি জাজিরা প্রান্তে বসানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ১৩ ও ১৪ নম্বর খুঁটিতে ৩-এ নম্বর স্প্যান বসানোর কাজও এগিয়ে চলেছে। এসব স্প্যান ওর্য়াকশপে প্রস্তুত অবস্থায় আছে। এছাড়া ৬-ডি নম্বর স্প্যানটি ৩৩ ও ৩৪ নম্বর খুঁটিতে বসবে। সেটাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। ৭ নম্বর খুঁটিতে খাঁজকাটা পাইলিং বসানো শুরু হয়েছে। ৬ নম্বর খুঁটিতেও শীঘ্রই খাঁজকাটা পাইলিং বসানো কাজ শুরু হবে। ইতোমধ্যে জাজিরা প্রান্তে ছয়টি স্প্যান বসে সেতুটিও দৃশ্যমান হয়েছে ৯০০ মিটার। আর মাওয়া প্রান্তে আরও দৃশ্যমান রয়েছে ১৫০ মিটার। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম ‘৭ এ’ স্প্যানটি বসেছিল। আর সর্বশেষ ২০১৯ সালের ২৩ জানুয়ারি ‘এফ ৬’ নামের এই স্প্যানটি জাজিরা প্রান্তে ৩৬ ও ৩৭ নম্বর খুঁটির ওপর বসিয়ে দেয়া হয়। এরই মাঝে ষষ্ঠ মডিউলের স্প্যান বসানো শুরু হল। এখন এই মডিউলের ‘৬ই’ ও ‘৬ডি’ নম্বর স্প্যান সম্পূর্ণ প্রস্তুতি চলছে। পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ফেব্রুয়ারিতেই এই দু’টি স্প্যান বসার সম্ভবনা রয়েছে।
×