ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিকদের পক্ষে সাক্ষ্য প্রদানকারী মিয়ানমার পুলিশ কারামুক্ত

প্রকাশিত: ০৯:০০, ২ ফেব্রুয়ারি ২০১৯

 সাংবাদিকদের পক্ষে  সাক্ষ্য প্রদানকারী মিয়ানমার পুলিশ  কারামুক্ত

রয়টার্সের দুই সাংবাদিকের পক্ষে সাক্ষ্য দেয়া মিয়ানমারের পুলিশ ক্যাপ্টেন মো ইয়ান নাইং কারাগার থেকে মুক্তি পেয়েছেন। নয় মাস কারা ভোগের পর শুক্রবার তিনি মুক্তি পান। মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো ও’কে (২৮) রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে ২০১৭ সালে গ্রেফতার করা হয়। গত বছর সেপ্টেম্বরে তাদের সাত বছরের কারাদন্ড দেয় দেশটির একটি আদালত। -ইয়াহু নিউজ। বরাবরই নিজেদের নির্দোষ দাবি করে আসা দুই সাংবাদিক মামলার বিচারের সময় আদালতকে বলেছিলেন, ২০১৭ সালের ১২ ডিসেম্বর ইয়াঙ্গুনের এক রেস্তোরাঁয় দাওয়াত দিয়ে নিয়ে দুই পুলিশ সদস্য তাদের হাতে কিছু মোড়ানো কাগজ ধরিয়ে দেন এবং তার পরপরই সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ক্যাপ্টেন মো ইয়ান নাইং। তিনি আদালতে দুই সাংবাদিককে ধরতে পুলিশ ওই ঘটনা সাজিয়েছিল বলে সাক্ষ্য দেন। গত বছর এপ্রিলে আদালতে রয়টার্স সাংবাদিকদের পক্ষে সাক্ষ্য দেয়ার পরপরই ইয়ান নাইংকে ‘পুলিশ ডিসিপ্লিনারি এ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদন্ড দেয়া হয়। ইয়ান নাইংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অতীতে ওয়া লনের সঙ্গে কথা বলে পুলিশের আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। পুলিশ আদালতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ইয়ান নাইংয়ের বিচার করে তাকে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছিল।
×