ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছোট কাগজ ॥ ‘ব্যাটিং জোন’ যেন বাইশ গজের শিল্পগ্রাম

প্রকাশিত: ১২:৪৬, ১ ফেব্রুয়ারি ২০১৯

ছোট কাগজ ॥ ‘ব্যাটিং জোন’ যেন বাইশ গজের শিল্পগ্রাম

নতুন একটি লিটল ম্যাগাজিনের জন্ম হলো, নাম ব্যাটিং জোন। বাংলা সাহিত্যে লিটল ম্যাগাজিনের অবদান হলো কুমোরের মতো। কাদামাটির দলা নিয়ে সুচারুরূপে যেমন কুমোর তৈরি করে শৈল্পিক তৈজসপত্র, তেমনি লিটল ম্যাগাজিন তৈরি করে লেখক এবং কবি। এটিই লিটল ম্যাগাজিনের কাজ। ‘ব্যাটিং জোন’ বইমেলা সংখ্যা পড়লাম। তবে পড়ার আগে থেকেই এর লেখক সূচী সম্পর্কে জানতাম। সূচি দেখেই ধারণা করতে পেরেছিলাম একটি মননশীল কাগজই হবে। এবং তাই-ই হলো। প্রথম সংখ্যা থেকেই এর শিল্পমান ভাল হলো। এবার আর পেছনে ফেরার অবকাশ নেই। যে কবি ও লেখকগণ এই সংখ্যায় স্বপ্রণোদিত হয়ে লেখা দিয়েছেন, তাঁরা বাংলা সাহিত্যে বর্তমান সময়ে অবদান রেখে চলেছেন। কবিতা, ছোট গল্প, অনুবাদ, প্রবন্ধ, বই আলোচনা ও অনুগল্প নিয়ে ব্যাটিং জোনের প্রথম সংখ্যা। কবিতাংশটি একটু বড়। কারণ হিসেবে বলা যায়, সম্পাদক মাহফুজ রিপন একজন কবি এবং কবিতাপ্রেমী মানুষ। তাই কবিতা বাছাইয়ের ক্ষেত্রে তিনি শিল্পমান ও রুচিকে প্রাধান্য দিয়েছেন। প্রবন্ধের অংশে বিশে^র সমকালীন প্রসঙ্গ এসেছে আলমগীর শাহরিয়ারের # ‘মি-টু’ আন্দোলন ও নারী জাগরণের কাল বিষয়ক একটি নান্দনিক প্রবন্ধে এছাড়া ফারুক হোসেন শিহাবের লেখা প্রত্ননাটক ‘মহাস্থান’ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ স্থান পেয়েছে প্রথম সংখ্যায়। জিগানিভ হার্বাট- এর কবি পরিচিতিসহ ছয়টি কবিতা অনুবাদ করেছেন কবি অনন্ত উজ্জ্বল। সূচনা সংখ্যায় কবিতা প্রকাশিত হয়েছে কবি আলমগীর রেজা চৌধুরী, কবি ওবায়েদ আকাশ, কবি কামরুল বাহার আরিফ, কবি পরিতোষ হালদার, কবি তপন বাগচী, কবি শিবলী মোকতাদিরসহ আরও অনেকে প্রথিতযশা কবিগনের। ছোট গল্প লিখেছেন কথাসাহিত্যিক মনি হায়দার, স্বকৃত নোমান, সনোজ কু-ু, রনি রেজা এবং শুকদেব হালদার। ‘ব্যাটিং জোন’ নয়জন তরুণ কবি’র কবিতা ধারণ করেছে তাঁরা হলেন- আহমেদ শিপলু, চন্দন চৌধুরী, অনু ইসলাম, গ্রিরীশ গৈরিক, বাউল ঋতু, শিশির রাজন, মাজেদুল হক, মাহবুব মিত্র এবং মাহফুজ রিপন। একটি বই আলোচনাসহ পাঁচ তরুণের অনুগল্প পাঠকের ভাবনার জগতকে আন্দোলিত করবে এটা আমার বিশ্বাস। ‘ব্যাটিং জোন’-এর প্রচ্ছদ সাদামাটা কিন্তু রুচিশীল। লিটল ম্যাগাজিনের চরিত্র মেনে একদম- অনাড়ম্বর। সাদা-কালো মাত্র দুই রঙের মধ্যে ফুটে উঠেছে এটি। এক্ষেত্রে তরুণ প্রচ্ছদশিল্পী আল নোমান প্রশংসার দাবিদার। সেই সঙ্গে ধবধবে সাদা একশ’ গ্রাম কাগজের ওপরে ঝকঝকে কালো ছাপার অক্ষর চকচক করছে। বাঁধাইও চমৎকার। সব মিলে ব্যাটিং জোনকে শুভেচ্ছা জানাব এবং প্রত্যাশা করব সে যেন তর তর করে বেড়ে ওঠে আর তার পৃষ্ঠে সাহিত্যের খেলা চলতে থাকে।
×