ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যানেল আইয়ের আয়োজনে ‘খেয়াল উৎসব’

প্রকাশিত: ১২:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৯

 চ্যানেল আইয়ের  আয়োজনে  ‘খেয়াল উৎসব’

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আইয়ের আয়োজনে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো ইস্পাহানি মির্জাপুর বাংলা ‘খেয়াল উৎসব’। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এ উৎসব একটানা চলবে আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত। বাংলা ভাষায় খেয়ালকে জনপ্রিয় করার প্রত্যয়ে অনুষ্ঠিত এ আয়োজনটি উদ্বোধন করেন সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং ইস্পাহানি মির্জাপুর টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান। এ সময় উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী ড. নাশিদ কামাল, ড. লীনা তাপসী খান, ফেরদৌস আরা, অনিল কুমার সাহা প্রমুখ। পরে বিভিন্ন অঙ্গনের শিল্পীদের সমবেতকণ্ঠে ‘জীবনে চলার পথে তুমি থেকো সাথে’ পরিবেশনের মধ্য দিয়ে বাংলা খেয়াল উৎসব শুরু হয়। উৎসবে প্রায় ৪৫ জন শিল্পীর একক পরিবেশনা ছিল এবং ১০ দলে প্রায় ১০০ জন শিল্পীর সমবেত পরিবেশনা ছিল পুরো উৎসবজুড়ে। উৎসব সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।
×