ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতিবাচক ইঙ্গিত মালয়েশিয়ার

প্রকাশিত: ১১:৫০, ১ ফেব্রুয়ারি ২০১৯

ইতিবাচক ইঙ্গিত মালয়েশিয়ার

মালয়েশিয়া চীনা অর্থায়নে ইস্ট কোস্ট রেল লিঙ্ক (ইসিআরএল) প্রকল্প বাদ দিতে পারে, দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী আজমিন আলী শনিবার এমন মন্তব্য করার তিনদিন পর অর্থমন্ত্রী লিম গুয়াং বললেন ভিন্ন কথা। তিনি বলেছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন কেবল প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। উল্লেখ্য, প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের এ প্রকল্পটি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সময় গৃহীত হয়। -চ্যানেল নিউজ এশিয়া আমরা পিছপা হব না ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে সম্প্রতি বলেছেন, সাইবার যুদ্ধযুগ শুরু হয়েছে। ইউরোপের সেনাবাহিনীগুলোর উচিত প্রচলিত অস্ত্রশস্ত্রের পাশাপাশি সাইবার যুদ্ধাস্ত্রও ব্যবহার করা। এক্ষেত্রে ফ্রান্স অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি জানান। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিলিতে ফোরাম ইন্টারন্যাশনাল ডে সাইবার সিকিউরিটির এক সভায় তিনি বলেন, আমাদের শত্রুরাই কেবল এটি ব্যবহার করবে তা হতে পারে না -দ্য রেজিস্টার
×