ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন

প্রকাশিত: ১১:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৯

ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন

ভেনিজুয়েলোর স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্প ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ তার প্রতি সমর্থন ব্যক্ত করেন। হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ও গুইদো মাদুরোর বিকল্প তৈরি করছে। ওয়েবসাইট। গতবছর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৩ জানুয়ারি নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী নেতা হুয়ান গুইদো। কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত অন্তত ২০টি দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছে। যুক্তরাষ্ট্রের ঘোষণার পরই দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে কূটনীতিকদের ৭২ ঘণ্টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। তবে পরে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জানান সম্পর্ক ছিন্ন হলেও স্বার্থসংশ্লিষ্ট কার্যালয় খুলতে একমাস সময় পাবেন তারা। বুধবার জুয়ান গুয়েইদো’র দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সুপ্রীম ট্রাইব্যুনাল অব জাস্টিস। একইসঙ্গে তার ব্যাংক এ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।
×