ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এক ‘যৌন দাসীর’ মৃত্যু, সিউলে ক্ষোভ

প্রকাশিত: ১১:৪৯, ১ ফেব্রুয়ারি ২০১৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এক ‘যৌন দাসীর’ মৃত্যু, সিউলে ক্ষোভ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানী সেনাবাহিনীর যৌন নির্যাতনের শিকার এক দক্ষিণ কোরীয় নারী ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার সিউলে এক হাসপাতালে মারা গেলে শত শত বিক্ষোভকারী বুধবার তার জন্য শোক সমাবেশ করেছেন। তারা যুদ্ধকালীন ওই নির্যাতনের জন্য টোকিওর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন। খবর ওয়েবসাইটের। জাপানী সৈন্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিম বোক -দোং নামের এ নারীকে গণিকালয়ে প্রবেশে এবং যৌনদাসী হিসেবে ব্যবহৃত হতে বাধ্য করে। বোক দোং ওই নির্যাতনের প্রতিবাদে সিউলে ৩০ বছর ধরে প্রতি বুধবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তা হিসেবে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। জাপানী দূতাবাস হিসেবে ব্যবহৃত হবে সিউলে এমন এক এলাকার কাছে রাস্তার পাশে কোরীয় যৌন দাসত্বের শিকার অসংখ্য নারীর প্রতিনিধিত্বকারী এক মেয়ের ব্রোঞ্জ মূর্তির চারদিকে সমবেত হন বিক্ষোভকারীরা। তারা বোক-দোংয়ের জন্য কিছু সময় নীরবতা পালন করেন। এদের অনেকেই তার ছবিসহ সাইনবোর্ড বহন করছিলেন। এগুলোতে লেখা ছিল ‘আমরা কিম বোক-দোংকে ভুলব না কখনও’ এবং ‘জাপানী সরকার, ক্ষমা চাও’।
×