ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি সাইবার বিশেষজ্ঞকে এ্যাপলের ধন্যবাদ

প্রকাশিত: ১১:৪৮, ১ ফেব্রুয়ারি ২০১৯

সৌদি সাইবার বিশেষজ্ঞকে এ্যাপলের ধন্যবাদ

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে কম্পিউটার সায়েন্স বিভাগের পিএইসডি প্রার্থী সৌদি তরুণী ফাতিমা আল-হারাবি এ্যাপল, মাইক্রোসফট ও লিনাক্রের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থায় একটি নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করে সৌদি আরব ও বৈশ্বিক মনযোগ আকর্ষণ করেছেন। এ জন্য এ্যাপল তাকে ধন্যবাদ জানিয়েছে এবং নিজেদের ওয়েবসাইটে তাদের সিস্টেমে অবদান রাখা ব্যক্তিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেছে। আরব নিউজ। ফাতিমা জেদ্দায় জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন। তিনি একই সঙ্গে সৌদি আরবের ইয়ানবু তাইবান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক বলে জানিয়েছেন। ফাতিমা যথাক্রমে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। তিনি অনার্স অধ্যায়নের সময় সাইবার সিকিউরিটির বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। এ্যাপলের নিরাপত্তা ত্রুটি আবিষ্কারের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ্যাপলের সঙ্গে যোগাযোগ করি, তাদের সিস্টেমে দুর্বলতার সম্বন্ধে জানাই এবং তাদের সঙ্গে সব প্রযুক্তিগত বিষয়গুলো ও কোড নিয়ে মতামত ভাগাভাগি করি। তিনি আরও বলেন, ‘তারা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে এবং আমাকে জানায় যে, সব এ্যাপল যন্ত্রপাতির জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাবেন। তারপর তারা আমার নাম তাদের স্বীকৃতিদান তালিকায় যোগ করার জন্য আমার অনুমতি চায়। আমি গর্বের সঙ্গে বলি অবশ্যই। আমি রাজি হয়েছিলাম এবং ওটার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছিলাম।’
×