ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কংগ্রেসের নির্বাচনী অঙ্গীকার

ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত?

প্রকাশিত: ১১:৪৮, ১ ফেব্রুয়ারি ২০১৯

ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত?

ভারতের কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধী সোমবার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, তার দল এ বসন্তে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়লাভ করলে দেশে প্রতিটি দরিদ্র মানুষের জন্য সর্বনিম্ন আয় নিশ্চিত করবে। রাহুল গান্ধীর এ আকস্মিক প্রতিশ্রুতির প্রতি স্বাগত জানিয়েছেন ইউনিভার্সেল বেসিক ইনকামের (ইউবিআই) সমর্থকরা। সংস্থাটি সাম্প্রতিক বছরগুলোতে বেশ একটা ভিত্তি পাচ্ছে। ইউবিআইয়ের নীতিতে বলা হয়েছে, একটি সরকার কোন শর্তারোপ ছাড়া সমাজের প্রতিটি ব্যক্তিকে একটা নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ সহযোগিতা দেবে। ভারতের কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী বলেছেন, আমাদের লাখ লাখ ভাই-বোন দারিদ্র্য যন্ত্রণায় ভুগছেন। এ অবস্থায় আমরা নতুন ভারত প্রতিষ্ঠা করতে পারব না। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠতা পেলে কংগ্রেস দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলে প্রতিটি দরিদ্র মানুষের জন্য সর্বনিম্ন আয়ের নিশ্চয়তার মিনিমাম ইনকাম (গ্যারান্টি) প্রতিশ্রুতি দিচ্ছে। -টাইম
×