ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শহীদ মিনারে জাতীয় পথ নাট্যোৎসব

প্রকাশিত: ১১:১২, ১ ফেব্রুয়ারি ২০১৯

শহীদ মিনারে জাতীয় পথ নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ চলছে উৎসব আয়োজনের মৌসুম। নাট্য প্রদর্শনী, আবৃত্তি পরিবেশনা, পিঠা উৎসব থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রদর্শনালয়ে ঝুলছে চিত্রশিল্পী বহুমাত্রিক বিষয়ের চিত্রকর্ম। এমন উৎসবমুখরতার মাঝে বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হলো জাতীয় পথ নাট্যোৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘বিশ্বের সব মাতৃভাষা রক্ষা করবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ উৎসবের আয়োজক বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বৃহস্পতিবার বিকেলে আট দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধির আশাবাদের কথা শুনিয়ে কেএম খালিদ বলেন, বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ তুলনামূলকভাবে কম। সেজন্য আগামী বাজেটে যাতে এ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানো যায়, সে চেষ্টা করা হচ্ছে। আগামীর পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর মুজিববর্ষ পালিত হবে। এ উপলক্ষে একই দিনে বাংলাদেশের সব উপজেলায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক নাটক মঞ্চায়ন করা হবে। পাশাপাশি আমরা দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতিচর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছি। সেজন্য দেশের সব উপজেলায় শিল্পকলা একাডেমি নির্মাণ ও ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। অনুষ্ঠান শুরুতে ফেডারেশনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সম্মেলক কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের নাট্যকর্মীদের অংশগ্রহণে কোরিওগ্রাফি প্রদর্শিত হয়। এরপর পরিবেশিত হয় ঢাকা পদাতিক নাট্য সংসদ টিএসসি ও ঢাকা থিয়েটার মঞ্চ পরিবেশিত নাটক। প্রতিদিন বিকেল চারটায় শুরু হবে উৎসবের নাট্য প্রদর্শনী। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব।
×