ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু

প্রকাশিত: ১১:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৯

দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু

স্টাফ রিপোর্টার ॥ এখন থেকে আর অপরিচ্ছন্ন থাকবে না বিদ্যালয়, থাকবে না কোন ময়লা আবর্জনা। শিক্ষা কার্যক্রম ব্যাহত না করে এখন থেকে প্রতি বৃহস্পতিবার দেশের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলবে ‘সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম’। পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে প্রিয় বিদ্যালয়কে পরিষ্কার রাখবে শিক্ষক শিক্ষার্থীরাই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের আলোকে বৃহস্পতিবার থেকেই বিদ্যালয়ে শুরু হয়েছে ব্যতিক্রমী এ কর্মসূচী। শিক্ষকদের সহযোগিতায় প্রতিষ্ঠানকে পরিচ্ছন্নতা করেছে শিশুরা। বৃহস্পতিবার সকালে মহাখালীর ওয়্যারলেস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যেই দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করা হয়েছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, চাকরির জন্য শিক্ষা নয়, শিক্ষার জন্য শিক্ষা দিন। আর পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি বড় মানবসেবা। বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থী শিক্ষকদের আহ্বান জানাই। এ সময় শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন-‘বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার রাখব বারো মাস’। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন। অনুষ্ঠানে সচিব বলেন, প্রাথমিক শিক্ষকদের স্কুলে উপস্থিতি অবশ্যই নিশ্চিত করতে হবে। সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষকদের মান উন্নয়নে কাজ করছে। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয় বলছে, বিদ্যালয়ের ভেতরে-বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষার পরিবেশ তৈরি হচ্ছে এর মূল লক্ষ্য। মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগিতায় প্রধান শিক্ষক এই কার্যক্রমের ব্যবস্থা নেবেন। এতে স্থানীয় প্রশাসন ও অভিভাবকদেরও আমন্ত্রণ জানানো যাবে। এই নির্দেশনার আলোকে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখায় যেসব শিক্ষার্থী বেশি অবদান রাখবে, তাদের পুরস্কার দেয়া হবে। শ্রেষ্ঠ পরিচ্ছন্ন বিদ্যালয়ও পাবে পুরস্কার। এ ছাড়া উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসন তাদের স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত শ্রেষ্ঠ পরিচ্ছন্ন প্রাথমিক বিদ্যালয় বাছাই করে পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসব বিষয় প্রতিপালনে ব্যর্থ প্রধান শিক্ষকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেয়া হবে। পরিপত্রে আরও বলা হয়েছে, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধান শিক্ষকদের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম সারাবছর অব্যাহত রাখতে বলা হয়েছে। শিক্ষা কার্যক্রমের আওতায় পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রণালয় আরও যেসব নির্দেশনা দিয়েছে, তার মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাকে বিদ্যালয়ে আসতে উৎসাহ দিতে হবে। পরিচ্ছন্ন স্কুল ব্যাগ এবং টিফিন বক্স ও পানির পাত্র ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করতে হবে। বিদ্যালয়ের দেয়ালে নীতিবাক্য ছাড়া অন্য দেয়াল লিখন বন্ধ করতে হবে। শ্রেণীকক্ষের সামনে প্রয়োজনীয় সংখ্যক ঢাকনাযুক্ত পাত্র রাখতে রেখে ওইসব পাত্রে ময়লা-অবর্জনা ফেলতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে হবে। বিদ্যালয় ছুটির পর অবশ্যই ময়লা ফেলার পাত্রগুলো পরিষ্কার করে পরের দিনের জন্য ব্যবহার উপযোগী করে রাখতে হবে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশের আগে চেয়ার, টেবিল, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড ও হোয়াইটবোর্ড পরিষ্কার রাখতে হবে। আবশ্যিকভাবে প্রতিটি বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। খেলার মাঠ যথাসম্ভব পরিচ্ছন্ন ও খেলাখুলার উপযোগী রাখতে হবে। খেলার মাঠে ময়লা ফেলার জন্য বড় আকারের পাত্র রেখে তা নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। জায়গা থাকলে বৃক্ষরোপণের ব্যবস্থাসহ মৌসুমি ফুলের বাগান করতে হবে। বিদ্যালয়ের বাইরের সৌন্দর্য্য বাড়াতে ফুলের টব রাখা যেতে পারে। পরিপত্রে বলা হয়েছে, সম্ভব হলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা ‘ওয়াশব্যাক’ স্থাপন করে সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে। প্রতিদিন ওয়াশব্যাকের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন বিদ্যালয় গড়তে বিদ্যালয়ের গালর্স গাইড, স্কাউট ও স্টুডেন্ট কাউন্সিলের সদস্যদের দায়িত্ব দেয়ার কথাও বলা হয়েছে পরিপত্রে। এসব বিষয় নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও তদারকি করতে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এক বা একাধিক তদারকি টিম গঠন করতে হবে। প্রতিটি শ্রেণীকক্ষে এক বা একাধিক ক্লাস মনিটর মনোনয়ন দিতে হবে। এসব কার্যক্রম তাদরকিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এবং শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে মনিটরিং টিম গঠন করে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করতে বলা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করার সময় পরিচ্ছন্নতা সম্পর্কিত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না- তা নিয়মিত পর্যবেক্ষণ করে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে। এসব বিষয় প্রতিপালনে ব্যর্থ প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেয়া যাবে বলেও পরিপত্রে হুঁশিয়ার করা হয়েছে।
×