ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পোশাক শ্রমিক নিহতের জেরে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রকাশিত: ১১:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৯

পোশাক শ্রমিক নিহতের জেরে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশের সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে ময়মনসিংহে প্রাইভেটকারের সঙ্গে গাছের ধাক্কা লেগে একই পরিবারের তিনজন, নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় এক নারী পোশাক শ্রমিক, মাদারীপুরে টমটম চাপায় এক শিশু এবং ফরিদপুর, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে মোট তিন জন এবং কেরানীগঞ্জে ট্রাক চাপায় ভাই-বোন নিহত হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার বিভিন্ন সময় ঘটনাগুলো ঘটেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। জানা গেছে, শেরপুর ময়মনসিংহ সড়কের আলালপুরে এলাকায় বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রোগীবাহী প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজনসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে প্রাইভেটকার চালকসহ পরিবারের আরও তিন জন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা গাইবান্ধা জেলার ফুলছড়ি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে চিকিৎসাধীন স্বজনেরা। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, নিহতরা হলো স্বামী আব্দুল হামিদ মেম্বার (৬০), স্ত্রী সাহেরা খাতুন (৫৫) ও পুত্র শফিকুল ইসলাম (৪০)। সাহেরাকে চিকিৎসার জন্য শেরপুর ও ময়মনসিংহ হয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সাহেরার আরেক পুত্র ও মেয়েসহ আহত হয়েছেন কার চালক। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মালা আক্তার মিতু (১৬) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত ও মদিনা আক্তার (২০) নামে এক নারী শ্রমিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে শিল্পাঞ্চল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানার সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক মিতু ইকবাল গ্রুপের কৃষ্ণচূড়া ফ্যাশনের অপারেটর ছিলেন। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এলাকার ফুল মিয়ার মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জপুল এলাকার ইকবাল গ্রুপের কৃষ্ণচূড়া ফ্যাশনের পোশাক কারখানার শ্রমিক মিতুসহ কয়েকজন মিলে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান মিতু ও মদিনা চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে মিতুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে ঘোষণা করে। আহত মদিনাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে কৃষ্ণচূড়া ফ্যাশনের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে শ্রমিক নিহত ও আহত হওয়ার খবর পেয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে শ্রমিকরা সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এসে অবরোধ সৃষ্টি করে। পরে তারা ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানের চালকের শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। পরে শ্রমিকরা আদমজী ইপিজেড গেটের সামনে অবস্থান করে এবং ইপিজেড অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় শিল্পাঞ্চল পুলিশ ও ইপিজেডের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আনসার ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। শিল্পাঞ্চল পুলিশ ও ইপিজেডের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা শ্রমিকদের ধাওয়া করে এবং লাঠিচার্জ করে। এ ঘটনায় কয়েক শ্রমিক আহত হয়। তবে আহতদের পরিচয় জানা যায়নি। পরে বেলা সাড়ে ১০টায় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এদিকে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের একটি অংশ আদমজী ইপিজেড সংলগ্ন নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়কে কাঠের টেবিল, ট্রলি ও গাছের গুঁড়ি রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সিদ্ধিরগঞ্জপুল সংলগ্ন নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে ফুটওভার ব্রিজ ও গতিরোধক দেয়ার দাবি জানান। পরে শিল্পাঞ্চল পুলিশ ও জেলার পুলিশের উর্ধতন কর্মকর্তার এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ জানান, শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে সিদ্ধিরগঞ্জপুলে ফুটওভারব্রিজ ও গতিরোধক নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে তুলে দেয়া হয়েছে। তবে তাদের ওপর কোন লাঠিচার্জ করা হয়নি।
×