ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা আরও বৃদ্ধি করবে এডিবি

প্রকাশিত: ১১:০৬, ১ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা আরও বৃদ্ধি করবে এডিবি

বিডিনিউজ ॥ বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও এক্সটার্নাল এ্যাফেয়ার্স বিভাগের টিম লিডার গোবিন্দ বার বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে এই আশ্বাস দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। এডিবির দুই কর্মকর্তা বাংলাদেশে হাইস্পিড ট্রেন, আইটি ইউনিভার্সিটিসহ সড়ক ও অবকাঠামো খাতে এডিবির সহযোগিতা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে এডিবির প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানান কর্মকর্তারা। এডিবির দুই কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি গভীর আস্থা প্রকাশ করেন। বিগত ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত অগ্রগতির জন্য তাকে অভিনন্দন জানিয়ে আগামী পাঁচ বছরও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন ও জাতি গঠনমূলক কর্মকাণ্ডে এডিবি বিশেষ সন্তোষ প্রকাশ করেন বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং থেকে জানানো হয়েছে। শেখ হাসিনা বড় হৃদয়ের মানুষ ॥ এদিকে বাংলা নিউজ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় হৃদয়ের মানুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মাদাম নূর আশিকিন বিন্তী মো. তায়িব। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতে এ মন্তব্য করেন হাইকমিশনার। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। মিয়ানমার থেকে নিপীড়িত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয়ের প্রসঙ্গ তুলে ধরে মালয়েশিয়ান হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় হৃদয়ের মানুষ। তিনি বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে পছন্দ করেন জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে বাংলাদেশকে নিজের দেশের মতো মনে হয়েছে। বাংলাদেশের দ্রুত উন্নয়নেরও প্রশংসা করেন হাইকমিশনার। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মালয়েশিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রত্যাশা করে শেখ হাসিনা বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে।
×