ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

প্রকাশিত: ১১:০১, ১ ফেব্রুয়ারি ২০১৯

বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। পুরান ঢাকার শনিরআখড়ায় সিএনজিচালিত একটি অটোরিক্সা থেকে ১ হাজার ২৩০ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বাড্ডায় বাসচাপায় রফিকুল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি ফার্স্ট লাইন সিকিউরিটি সংস্থার নিরাপত্তাকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটি নিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন রফিকুল। নতুনবাজারের প্রধান সড়কের রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়। ইয়াবাসহ একজন গ্রেফতার ॥ পুরান ঢাকার শনিরআখড়ায় সিএনজিচালিত একটি অটোরিক্সা থেকে ১ হাজার ২৩০ ইয়াবাসহ রনি (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশরাফুল হক জানান, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনিরআখড়ায় র‌্যাবের চেকপোস্টে সিএনজিটি থামিয়ে এই ইয়াবাগুলো উদ্ধারের পর রনিকে আটক করা হয়। তিনি জানান, বাগেরহাটের বাসিন্দা রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল।
×