ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সভাপতি অজিত, সম্পাদক সোহেল

প্রকাশিত: ১১:০১, ১ ফেব্রুয়ারি ২০১৯

সভাপতি অজিত, সম্পাদক সোহেল

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সম্মিলিত শিক্ষক সমাজ মনোনীত প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার সভাপতি এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মোঃ সোহেল রানা সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে অধ্যাপক অজিত কুমার মজুমদার ৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল মান্নান পেয়েছেন ২৩৮ ভোট। সম্পাদক পদে অধ্যাপক মোঃ সোহেল রানা ২৯২ ভোট পেয়ে বিজয়ী হোন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী অধ্যাপক বশির আহমেদ পান ২৪২ ভোট। সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম এ ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি সবাইকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টির কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। এছাড়া সহ-সভাপতি সিএসই বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, কোষাধ্যক্ষ প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন নির্বাচিত হন। সদস্য পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোঃ শামছুল আলম, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আয়শা সিদ্দিকি, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাহফুজা খাতুন নির্বাচিত হন।
×