ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইজি পদ ফোর স্টার করাসহ একগুচ্ছ দাবি পুলিশ সপ্তাহে

প্রকাশিত: ১০:৫৯, ১ ফেব্রুয়ারি ২০১৯

আইজি পদ ফোর স্টার করাসহ একগুচ্ছ দাবি পুলিশ সপ্তাহে

শংকর কুমার দে ॥ পুলিশ বাহিনীর জন্য স্বতন্ত্র পুলিশ বিভাগ, পুলিশের আইজি পদটি চার তারকার (ফোর স্টার) সমমর্যাদাসহ একগুচ্ছ দাবি পেশ করা হবে এবারের পুলিশ সপ্তাহে। চার তারকার সমমর্যাদার পদ পাওয়া গেলে তাতে জেনারেল অর্থাৎ সেনা প্রধানের সমমর্যাদা পাবেন পুলিশ প্রধান- আইজিপি। বর্তমানে আইজিপি থ্রি স্টার জেনারেল। এখন র‌্যাংকব্যাজ উন্নীত করে পদটিকে চার তারকা জেনারেলের সমান মর্যাদাসম্পন্ন চায় পুলিশ কর্মকর্তারা। আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ‘পুলিশ সপ্তাহে’ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসব দাবি তোলা হবে। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশের ক্যাডার কর্মকর্তাদের জন্য ঝুঁঁকি ও শান্তি ভাতাসহ এবার একগুচ্ছ দাবি জানানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশন আলাদাভাবে বৈঠক করছে। বৈঠকে পুলিশ সপ্তাহ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। একাদশ সংসদ নির্বাচন নিয়েও অনির্ধারিত আলোচনা হয়, যা ‘জাঁকজমকভাবে এবারের পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে বলে পুলিশ কর্মকর্তাদের দাবি।’ পুলিশ সদর দফতর এবারের পুলিশ সপ্তাহে যেসব কর্মসূচী প্রণয়ন করেছে তাতে রয়েছে অনুষ্ঠানের প্রথম দিন সকালে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট, সুসজ্জিত বাদক দল, অশ্বারোহী ও পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শনের মাধ্যমে অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এরপর ’১৮ সালে কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকের ব্যাজ পরিয়ে দেবেন তিনি। পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পুলিশ অডিটরিয়ামে পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কল্যাণ সভায় যোগ দেবেন। এ সভায় পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের নেতারা সার্বিক অবস্থা বর্ণনা করে তাদের কিছু দাবি দাওয়া তুলে ধরবেন। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সভা শেষ হবে। পরে পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ প্যারেড হবে। পরদিন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। এদিন বিকেলে রাজারবাগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠক ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। তৃতীয় দিন পুলিশের পদস্থ কর্মকর্তারা বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে ভাষণ দেবেন। রাজারবাগে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ দেয়া হবে। ৭ ফেব্রুয়ারি রাজারবাগে পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে আইজির বৈঠক, সিআইডির সঙ্গে বিশেষ সভা, পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তাছাড়া সপ্তাহজুড়ে চলবে বিভিন্ন সভা-সেমিনার। এ সময়েই পুলিশের বিভিন্ন ইউনিট নিজেদের ’১৮ সালের কাজের মূল্যায়ন ও ’১৯ সালের কর্মপদ্ধতি নির্ধারণ করবে।
×