ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০ লাখ ডলারের রফতানি আদেশ পেল প্রাণ

প্রকাশিত: ০৯:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৯

২০ লাখ ডলারের রফতানি আদেশ পেল প্রাণ

স্টাফ রিপোর্টার ॥ জার্মানির কোলনে চার দিনব্যাপী সুইটস এবং স্ন্যাকস পণ্যের আইএসএম ফেয়ারে ২০ লাখ ডলারের রফতানি আদেশ পেয়েছে দেশের খাদ্যপণ্য উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান প্রাণ। জার্মানির আইএসএম ফেয়ারে বিশ্বের ১ হাজার ৭০০টি প্রতিষ্ঠান তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করে। প্রাণ এ বছর ১০টি নতুন পণ্যসহ সুইটস ও স্ন্যাকস ক্যাটাগরিতে দুই শতাধিক পণ্য প্রদর্শন করে বলে জানিয়েছেন প্রাণের এক্সপোর্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, প্রাণ আন্তর্জাতিক মান বজায় রেখে সুইটস ও স্ন্যাকস পণ্য উৎপাদন করে। এ কারণে দেশের পাশাপাশি বিশ্ববাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। উল্লেখ্য, প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য প্রাণের রফতানি বাজার আরও সম্প্রসারণ করা।
×