ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে ঘাটতি ১৪৩ কোটি টাকা

প্রকাশিত: ০৯:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৯

সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে ঘাটতি ১৪৩ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থবছরের প্রথম ৬ মাসে সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ১৪৩ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি-রফতানির ক্ষেত্রে বৈষম্য দূর করা গেলে পণ্য আমদানির পাশাপাশি বাড়বে রাজস্ব আদায়ের পরিমাণ। উন্নত যোগাযোগ ব্যবস্থা আর ভারতের মোহদিপুর বন্দরের কাছাকাছি হওয়ায়, ব্যবসায়ীদের পছন্দ সোনা মসজিদ স্থল বন্দর। ভারত থেকে পাথর, মোটর যন্ত্রাংশ, পেঁয়াজ, ফলমূল ও মসলাসহ বেশকিছু পণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে। যদিও গত দু’বছরে নানা জটিলতায় কমেছে আমদানির পরিমাণ। সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, পচনশীল পণ্যে ১০ শতাংশ ছাড় না দেয়ায় অন্যদিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আমদানি রফতানির ক্ষেত্রে বৈষম্য দূর করা গেলে পণ্য আমদানির পাশাপাশি বাড়বে রাজস্ব আদায়। অবশ্য বন্দর কর্তৃপক্ষের দাবি, অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি না হওয়াই রাজস্ব ঘাটতির মূল কারণ। চলতি অর্থবছরে, বন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪১০ কোটি টাকা।
×