ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এডিবির ঋণ গ্রহণে বাংলাদেশ শীর্ষে

প্রকাশিত: ০৯:৪০, ১ ফেব্রুয়ারি ২০১৯

এডিবির ঋণ গ্রহণে বাংলাদেশ শীর্ষে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ চলতি বছর থেকে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সবচেয়ে বড় ঋণ গ্রহণকারী দেশ বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এডিবি ৪৮টি সদস্য রাষ্ট্রকে ঋণ দেয়। তার মধ্যে বাংলাদেশ এক নম্বরে রয়েছে। এটা ভালভাবে দেখেন আর খারাপভাবে দেখেন সেটা অন্যদিক। তবে, আমাদের ঋণ গ্রহণ এবং সে অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের দক্ষতা রয়েছে।’ বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী রাজধানীর আগারগাঁও তার কার্যালয়ে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে ভারতের চেয়েও বেশি ঋণ গ্রহণ করছে এডিবি থেকে। এই ঋণের পরিমাণ ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। এটা ভারতের চেয়ে অনেক বেশি। ভারতের ঋণ গ্রহণের পরিমাণ ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। মন্ত্রী জানান, এডিবির আবাসিক প্রতিনিধি আমাদের জানিয়েছেন বাংলাদেশ এডিবি থেকে নেয়া ঋণের প্রকল্পগুলোর অগ্রগতি বেশ ভাল। তবে কাজের গতি আরও বাড়াতে হবে। আমরাও চাই কাজের গতি বাড়ুক, প্রধানমন্ত্রীও চান প্রকল্পের কাজের গতি বাড়ুক। কাজের গতি বাড়লে প্রকল্পের সুফলও বাড়বে। এম এ মান্নান বলেন, এডিবি বাংলাদেশে রেলখাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রেললাইনের উন্নয়নের মাধ্যমে আরও কম সময়ে ২ ঘণ্টায় যাতায়াত করা সম্ভব। এজন্য বর্তমান রেললাইনের মাধ্যমে এটা করা যাবে। তিনি বলেন, এডিবি আরও বেশি বিনিয়োগে অগ্রহী। আমাদের প্রকল্প বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে। শুধু নতুন নতুন প্রকল্প নেয়ার পাশাপাশি প্রকল্পগুলোর বাস্তবায়নের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এদিকে, পরিকল্পনামন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে এডিবি আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার ও এডিবি এ দেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একযোগে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ উন্নয়ন প্রকল্পগুলোর জন্য এডিবির অর্থ ছাড় খুবই ভাল। ফলে, দেশের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের হারও সন্তোষজনক। আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশ ও এডিবি একযোগে কাজ করে যাবে। বাংলাদেশের উন্নয়নে এডিবি ঋণ সহায়তা অব্যাহত থাকবে।
×