ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনগণের ওপর লাঠি ঘোরানো পুলিশের কাজ নয় ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ১৩:০৭, ৩১ জানুয়ারি ২০১৯

জনগণের ওপর লাঠি ঘোরানো পুলিশের কাজ নয় ॥ ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ জনগণের সেবক হয়ে, জনগণের ওপর লাঠি ঘোরানো বা হুমকি দেয়া পুলিশের কাজ নয়। পুলিশকে নাগরিকের প্রতি সতর্ক আচরণ করতে হবে। বুধবার ডিএমপি সদরদফতরে ‘পুলিশ সেবা সপ্তাহ-২০১৯’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শুরুর আগে পুলিশ সদস্যদের প্রতি এই আহ্বান জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, পুলিশকে ভালবাসা ও শ্রদ্ধা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য এ বছর বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) পাওয়া ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের আচরণ বদলানোর ওপর জোর দেন। জনবান্ধব, নারী ও শিশুবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের মাঝে কাক্সিক্ষত সম্পর্ক উন্নয়নে নিরলসভাবে কাজ চলছে। লাঠি হাতে পুলিশের চড়াও হওয়ার দৃশ্য প্রতিনিয়ত দেখা যায়। জনহয়রানিমূলক যে কোন তৎপরতার বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ থাকবে। জনগণ ও পুলিশ এক হয়ে কাজ করবে এটাই প্রত্যাশা। মাদক সংক্রান্ত যে কোন খবর জানাতে নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান। ঢাকার মাদকের আখড়া ভেঙ্গে দেয়া হয়েছে। পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নগরীর প্রায় প্রতিটি জায়গায় নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। অপরাধীকে দ্রæত সময়ে শনাক্ত করতে ৮০ লাখ নগরবাসীর তথ্য ডিএমপিতে সংরক্ষিত আছে। কেউ অপরাধ করে পার পাবে না।
×