ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান কাদের গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৫, ৩১ জানুয়ারি ২০১৯

ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান কাদের গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বিপুল অর্থ বিদেশে পাচারের মামলায় ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এমএ কাদেরকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। কাদেরের বিরুদ্ধে প্রায় ৯২০ কোটি টাকা পাচার করার তথ্য-প্রমাণ মিলেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম জানান, মুদ্রা পাচারের প্রমাণ পাওয়ায় ক্রিসেন্ট গ্রুপের পরিচালনা পর্ষদের চার কর্মকর্তাসহ জনতা ব্যাংকের ১৩ কর্মকর্তার নামে বুধবার রাজধানীর চকবাজার থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে কাকরাইল থেকে গ্রেফতার করা হয়। এমএ কাদের ছাড়াও রিমেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান আব্দুল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক লিটুল জাহান (মিরা), ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস ও ক্রিসেন্ট ট্যানারিজের ব্যবস্থাপনা পরিচালক সুলতানা বেগম মনিকে মামলার আসামি করা হয়েছে। ক্রিসেন্ট গ্রুপের এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধাপে ধাপে ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়। মামলায় জনতা ব্যাংকের জিএম রেজাউল করিম, সাবেক জিএম জাকির হোসেন (বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি) ও ফখরুল আলম (ডিএমডি, বাংলাদেশ কৃষি ব্যাংক), ডিজিএম কাজী রইস উদ্দিন আহমেদ, একেএম আসাদুজ্জামান ও ইকবাল। এছাড়া মামলা দায়েরের পর বরখাস্ত হওয়া অন্য আসামিরা হলো এজিএম আতাউর রহমান সরকার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার খায়রুল আমিন ও মগরেব আলী, প্রিন্সিপাল অফিসার রুহুল আমিন, সিনিয়র অফিসার আবদুল্লাহ আল মামুন, মনিরুজ্জামান ও সাইদুজ্জাহান।
×