ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিটিআরসির নতুন চেয়ারম্যান জহুরুল হক

প্রকাশিত: ১২:৩৯, ৩১ জানুয়ারি ২০১৯

বিটিআরসির নতুন চেয়ারম্যান জহুরুল হক

বিডিনিউজ ॥ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মোঃ জহুরুল হককেই এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে সরকার। কমিশনের ভাইস-চেয়ারম্যান হিসেবে কর্মরত জহুরুলকে প্রতিষ্ঠানটির শীর্ষ পদে নিয়োগ দিয়ে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে জহুরুল হক ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন। সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত বিটিআরসির কমিশনার হিসেবে নিয়োগ কার্যকর থাকে। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের চাকরির মেয়াদ গত বছরের ১১ মে শেষ হওয়ার পর থেকে জহুরুল হক কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ২০১৫ সালের ২৫ আগস্ট বিটিআরসির কমিশনার হিসেবে চুক্তিতে নিয়োগ পান জহুরুল। ২০১৮ সালের ২৫ জুলাই তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, তিনজন কমিশনার ছাড়াও মহাপরিচালক হিসেবে পাঁচজন কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন।
×