ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গ্রুপ থিয়েটার ফেডারেশনের একুশে নাট্যোৎসব শুরু আজ

প্রকাশিত: ১২:২৩, ৩১ জানুয়ারি ২০১৯

গ্রুপ থিয়েটার ফেডারেশনের একুশে নাট্যোৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘বিশে^র সব মাতৃভাষা রক্ষা করবে বাংলাদেশ’ শীর্ষক ‘একুশে নাট্যোৎসব ২০১৯।’ কেন্দ্রীয় শহীদ মিনারে আজ থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ৮ দিনব্যাপী এ উৎসবে সহযোগিতা দিচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। আজ বিকেল ৪টায় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ^ বিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন-রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে ‘একুশে নাট্যোৎসব ২০১৯’ অনুষ্ঠানমালা। অনুষ্ঠান শুরুতে ফেডারেশনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের নাট্যকর্মীদের অংশগ্রহণে কোরিওগ্রাফি প্রদর্শিত হবে। এর পর ঢাকা পদাতিক নাট্য সংসদ টিএসসি ও ঢাকা থিয়েটার মঞ্চের পরিবেশনায় নাটক পরিবেশিত হবে। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় ‘একুশে নাট্যোৎসব ২০১৯’ অনুষ্ঠান শুরু হবে।
×