ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সামনে দারুণ সুযোগ

প্রকাশিত: ১২:১৭, ৩১ জানুয়ারি ২০১৯

অস্ট্রেলিয়ার সামনে দারুণ সুযোগ

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেন টেস্ট বড় ব্যবধানে জিতে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও শেষ টেস্টে জয় কিংবা বা ড্র হলেই সিরিজ জিতে নিবে স্বাগতিকরা। অসিরা তাই সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে। এমনটা হলে হলে প্রায় ১৪ মাস পর টেস্ট সিরিজ জয়ের মুখ দেখবে অস্ট্রেলিয়া। অন্যদিকে সিরিজ হার এড়াতে জিততে চায় লংকানরা। ক্যানবেরায় শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০১৭ সালের নবেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ জয়ের পর খেলা তিনটি টেস্ট সিরিজেই জিততে পারেনি অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-১, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে ১-০ এবং দেশের মাটিতে ভারতের কাছে হার ২-১ ব্যবধানে। এবার দারুণ এক সুযোগ তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার সামনে। প্রথম ম্যাচে ইনিংস ও ৪০ রানের ব্যবধানে জিতে এই সুযোগ তৈরি করেছে টিম পেইনের দল। ব্রিসবেনে নিজেদের একমাত্র ইনিংসে ৩২৩ রানের জবাবে দুই ইনিংসে শ্রীলংকাকে যথাক্রমে ১৪৪ ও ১৩৯ রানে বেঁধে রাখে তারা। সিরিজ জয়ের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লেয়ন বলেন,‘ব্রিসবেনে দারুণ একটি ম্যাচ জিতেছি আমরা। কিন্তু আমার মনে হয়, আরও ভালো খেলতে পারি। যা আমরা ক্যানবেরায় করে দেখাতে চাই। শ্রীলংকা শক্তভাবে ঘুড়ে দাঁড়াতে চাইবে, তারা খুবই ভালো দল এবং নিজেদের সেরাটা দিতে সবসময়ই প্রস্তুত থাকে। তবে আমরাও প্রস্তুত। সিরিজ জিততে আমরা মরিয়া হয়ে আছি। এমন ভালো সুযোগ কাজে লাগাতে হবে। এজন্য সবাইকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে।’ গত বছর পাঁচটি টেস্ট সিরিজের মধ্যে ২টিতে জয় ও হারের স্বাদ নেয় শ্রীলঙ্কা। একটি ড্র করে। চলতি বছর প্রথম টেস্ট সিরিজ খেলতে নামার আগেই ধাক্কা খায় তারা। সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার এ্যাঞ্জেলো ম্যাথুস ও নুুয়ান প্রদীপকে হারায় তারা। সিরিজ চলাকালীন দলের দুই পেসারকেও হারায় লংকানরা। লাহিরু কুমারা ও দুসমন্থ চামিরা ইনজুরিতে সাইডলাইনে চলে যান। চামিরার পরিবর্তে ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন ২০ বছর বয়সী চামিকা করুনারতেœ। ইনজুরির ধাক্কার সাথে ভেতরকার পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না। সদ্যই দল নির্বাচনের প্যানেল থেকে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহকে সরিয়ে দিয়েছে শ্রীলংকান বোর্ড। গুঞ্জন উঠেছে, কোচের পদ থেকে সড়ে যেতে পারেন হাথুরু। তবে এসব সমস্যাকে মাঠের বাইরে রেখেই দ্বিতীয় টেস্টে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। চান্দিমাল বলেন, ‘যা কিছু হলো, সবই মাঠের বাইরের ঘটনা। এসব নিয়ে ভাবার দায়িত্ব আমাদের নয়। আমাদের কাজ মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজার করে দেয়া। এখন আমরা সিরিজে পিছিয়ে আছি। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জয় ছাড়া অন্য কোন পথ আমাদের সামনে খোলা নেই। আমরা জানি, আমাদের কি করতে হবে। জয়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টাই করবো।’ অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি শ্রীলংকা। ছয়টি টেস্ট সিরিজ খেলে সবগুলোই হেরেছে তারা। প্রথম টেস্টে লজ্জার হারে এবারও সিরিজ জয়ের সেই বন্ধ্যাত্ব ঘোচাতে পারছে না। তবে ড্র করে প্রথমবারের মত সিরিজ হার এড়ানোর সুযোগ থাকছে লংকানদের।
×