ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিতের মাইলফলক ভারতের হাতছানি

প্রকাশিত: ১২:১৭, ৩১ জানুয়ারি ২০১৯

রোহিতের মাইলফলক ভারতের হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে টেস্ট-ওয়ানডে দুই ভার্সনেই এসেছে সাফল্য। নিউজিল্যান্ডে পাঁচ ওয়ানডের সিরিজ ৩-০ করে বিশ্রামে গেছেন সুপার বিরাট কোহলি। শিখর ধাওয়ান-মহেন্দ্র সিং ধোনিদের লক্ষ্য সেটিকে আরও এগিয়ে নেয়ার। নিজের ২০০তম ওয়ানডে স্মরণীয় করে রাখতে আরও এক ইতিহাসের হাতছানি ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মার সামনে। টেস্ট, ওয়ানডে কিংবা টি২০Ñ নিউজিল্যান্ডের মাটিতে ভারত যে কখনই কোন সিরিজ ৪-০’ করতে পারেনি। বিশ্বকাপের আগে সেরা একাদশ বাছাইয়ের পাশাপাশি তাই দলীয়, ব্যক্তিগত অর্জনের সুযোগ। বিশ্রামের আগে খোদ কোহলিই জানিয়েছেন কে থাকল না থাকল সেটি বিষয় নয়, সাফল্যের নেশায় মত্ত তার দল এখন ‘অটো’ হয়ে গেছে। হ্যামিল্টনে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল আটটায়। ১৯৬৭ সালে প্রথম নিউজিল্যান্ড সফর করে ভারত। ৫২ বছর হয়ে গেছে, টেস্ট-ওয়ানডে-টি২০, কোন ফরমেটেই কখনও ৪-০ এগোনো হয়নি টিম ইন্ডিয়ার। এবার টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ দুটি ম্যাচ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের হাতছানি। আবার সামনেই বিশ্বকাপ বলে সবাইকে দেখে নেয়ার ব্যাপারও রয়েছে। ধোনির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে অবশ্য থাকছে ধোঁয়াশা। ওয়ানডে ক্যারিয়ারে এর মধ্যেই রেকর্ড তিন তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। আজ আরও একটি ডাবল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে। সেটি ব্যক্তিগত ২০০তম ওয়ানডে। মইলফলক ম্যাচে নিছক ওপেনার নন। কোহালিকে বিশ্রাম দেয়ায় তিনিই টস করতে যাবেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে। ভারতের ১৪তম ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলবেন তিনি। এর আগে বিশ্বের ৭৯জন ক্রিকেটার ২০০ ওয়ানডে খেলেছেন। রোহিত হতে চলেছেন ৮০তম ক্রিকেটার। তালিকায় সবার ওপরে গ্রেট শচীন টেন্ডুলকর (৪৬৩ ওয়ানডে)। রোহিতের সতীর্থদের মধ্যে এই কৃতিত্ব রয়েছে ধোনি (৩৩৪) ও কোহলির (২২২) আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০০৭ সালে ওয়ানডে অভিষেক রোহিতের। ২০১২ পর্যন্ত তেমন সফল ছিলেন না। ৮৬ ম্যাচে ৩০.৪৩ গড়ে করেছিলেন ১৯৭৮ রান। যার মধ্যে ছিল দুটি মাত্র সেঞ্চুরি। তখন তিনি নামতেন মিডল অর্ডারে। ২০১৩ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়ক ধোনি তাকে ওপেন করার কথা বলেন। আর সেই সিদ্ধান্তই পাল্টে দেয় রোহিতের ক্যারিয়ার। পরের ১১৩ ম্যাচে ৬০ গড়ে ৫৮২১ রান করেছেন রোহিত। যার মধ্যে ২০টি। লক্ষণীয় হলো এর মধ্যে তিনটি আবার ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে ২৬৪ রানের ইনিংটি আবার রেকর্ড সর্বাধিক স্কোর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯, শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ২০৮ রানের ইনিংসও খেলেছেন। কিছুদিন আগে রোহিত স্বীকারও করেন যে, একদিনের ক্রিকেটে ওপেনিংয়ের সিদ্ধান্ত বদলে দিয়েছিল তার ক্যারিয়ার। শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও রোহিতের রেকর্ড ঈর্ষণীয়। ৮ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৭টিতে। গত বছর তার নেতৃত্বে ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়। এই আট ম্যাচে ১০৬.৮ গড়ে রান করেছেন। যার মধ্যে দুটি সেঞ্চুরিও রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তিন ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিসহ করেছেন ১৬০ রান। মাইলফলকের ম্যাচে ভক্তরা আজ রোহিতের ব্যাট থেকে নিশ্চয়ই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার দেখতে চাইবেন।
×