ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারের সঙ্গে খেলতে বিভোর ভিনিসিয়াস

প্রকাশিত: ১২:১৭, ৩১ জানুয়ারি ২০১৯

নেইমারের সঙ্গে খেলতে বিভোর ভিনিসিয়াস

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৮ বছর বয়স। এই সময়ের মধ্যেই ফুটবল দুনিয়ার আলোচিত নাম ভিনিসিয়াস জুনিয়র। গত গ্রীষ্মে যোগ দিয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে। ব্রাজিলের তরুণ প্রতিভাবান এই ফুটবলার সান্তিয়াগো বার্নাব্যুতেও আলো ছড়াচ্ছেন নিয়ম করে। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের জার্সিতে ইতোমধ্যেই ১০ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ের মধ্যেই প্রমাণ করেছেন তাকে দলে ভিড়িয়ে ভুল করেনি রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদের এই তরুণ প্রতিভাবান ফুটবলারের লক্ষ্য নেইমারের সঙ্গে খেলা। বর্তমান ব্রাজিলের সেরা তারকা নেইমার। আর এই নেইমারই ভিনিসিয়াসের আইডল। সাবেক বার্সিলোনার এই তারকা ফরোয়ার্ডের খেলা দেখেই বড় হয়েছেন। স্বপ্ন দেখেছেন ফুটবলার হওয়ার। শৈশবের সেই স্বপ্নই এখন বাস্তবে পরিণত হয়েছে সাবেক ফ্ল্যামেঙ্গো উইঙ্গারের। যে কারণেই এই মুহূর্তে স্বপ্ন দেখছেন নেইমারের সঙ্গে একই জার্সি পরে খেলার। এ বিষয়ে ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘এরপর আমি নেইমারের সঙ্গে খেলতে চাই। কারণ সে আমার আইডল। আমি যখন খুব ছোট তখন থেকেই তাকে দেখছি। সে যখন সান্তোসে যোগদান করে তখন থেকেই তাকে আমি অনুসরণ করা শুরু করি। তাকে আমি অনেক ভালবাসি এবং সম্মান করি, সেটা নেইমার নিজেও জানেন।’ সান্তোস ছেড়ে নেইমারও তার স্বপ্নের ক্লাব বার্সিলোনায় যোগ দিয়েছিলেন ২০১৩ সালে। কিন্তু ন্যুক্যাম্পে বেশিদিন স্থায়ী হননি তিনি। ২০১৭ সালেই কাতালান ক্লাবটি ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেন নেইমার। এযাবতকালের দলবদলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে নতুন করে ঠিকানা গড়েন তিনি। তবে ফ্রেঞ্চ লীগ ওয়ানেও নেইমার যে খুব সুখী সেটা নিশ্চিত বলা যাবে না। কেননা প্যারিসে দুই বছর যেতে না যেতেই যে ক্লাব ছাড়ার পরিকল্পনা করছেন নেইমার। গুঞ্জন শুনা যায় নেইমার তার সাবেক ক্লাব বার্সিলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যেতে চান এখন। তাহলে কী ভিনিসিয়াসের স্বপ্নপূরণ হতে চলেছে নেইমারের সঙ্গে খেলার? নাকি রিয়ালে না গিয়ে তার সাবেক ক্লাব বার্সিলোনাতেই ফিরবেন এই ব্রাজিলিয়ান? এটাকেও উড়িয়ে দেয়ার কোন সুযোগ নেই। কেননা গণমাধ্যমে নেইমারের ন্যুক্যাম্পে ফেরার গুঞ্জনও ব্যাপকভাবে চাউর হয়ে রয়েছে। কিন্তু পিএসজিতে যোগদানের পর থেকেই নেইমারকে ঘিরে ধরেছে ইনজুরি। একের পর এক ইনজুরিতে দিশেহারা পিএসজির এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সর্বশেষ গত সপ্তাহেও চোট পান তিনি। ফ্রেঞ্চ কাপে স্ট্র্যাসবার্গের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। আর সেই চোটের কারণেই কপাল পুড়েছে ব্রাজিলিয়ান তারকার। আগামী ১০ সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে পড়েছেন তিনি। যে কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই লেগেই খেলতে পারবেন না সাবেক সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগাতেও সফলতম ক্লাবদের একটি। ইউরোপের শীর্ষ সারির এই ক্লাবে খেলার চাপটা কী একটু বেশি? ভিনিসিয়াসের জবাব ‘না’। তার মতে রিয়াল মাদ্রিদ আর ফ্ল্যামেঙ্গো একই মানের ক্লাব। দুটার চাপই প্রায় এক। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘চাপটা প্রায় একই রকমের। দুটি ক্লাবই (রিয়াল মাদ্রিদ ও ফ্ল্যামেঙ্গো) বিশ্বের সেরা।’ ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ জিরোনার বিপক্ষে। কোপা ডেল’রের কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হবে রিয়াল। এরপর আগামী সপ্তাহে লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলবে ইউরোপের মুকুটপরা রিয়াল মাদ্রিদ।
×