ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেন্ট পিটার্সবার্গে ক্রিস্টিনা মাদেনোভিচকে হারালেন জেলেনা ওস্টাপেঙ্কো

জয় দিয়ে অভিষেক শারাপোভার

প্রকাশিত: ১২:১৫, ৩১ জানুয়ারি ২০১৯

জয় দিয়ে অভিষেক শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ সেন্ট পিটার্সবার্গ ওপেনে জয় দিয়েই মিশন শুরু করেছেন মারিয়া শারাপোভা। সোমবার নিজের প্রথম ম্যাচে রাশিয়ান তারকা ৬-০ এবং ৬-৪ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাব্রিলোভাকে। নিজের দেশের এই টুর্নামেন্টে জয় পাওয়ায় দারুণ খুশি মাশা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা বলেন, ‘জীবনের প্রথম সেন্ট পিটার্সবার্গ পরিদর্শন করতে পেরে আমি সত্যিই অনেক খুশি। সত্যি কথা বলতে, আমি অনেক আগেই এখানে আসতে চেয়েছিলাম। কিন্তু আগে কখনও সম্ভব হয়নি। আমি খুশি যে, রাশিয়ান সমর্থকরা আমার জন্য চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করেছে। জানি যখন নিজের দেশে খেলি তখন সমর্থকরা আমাকে ব্যাপকভাবে উৎসাহিত করে। অনেকদিন পর নিজের দেশে জয় আমার জন্য অনেক কিছুই।’ সেন্ট পিটার্সবার্গ ওপেনের দ্বিতীয়পর্বে শারাপোভার প্রতিপক্ষ তারই স্বদেশী দারিয়া কাসাতকিনা। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের পর সেন্ট পিটার্সবার্গ ওপেনের কোর্টে নামেন মাশা। মেলবোর্নে এবার বেশ ভালই শুরু করেছিলেন তিনি। প্রথম তিন ম্যাচে জয় পেয়েছিলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। যেখানে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকিকেও হারিয়ে দেন তিনি। কিন্তু চতুর্থ ম্যাচেই জয়রথ থেমে যায় রাশিয়ান তারকার। অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টির কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নেন তিনি। নতুন টুর্নামেন্টের আগে থেকেই মারিয়া শারাপোভাকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। যেন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন পাঁচ গ্র্যান্ডস্লামের মালিক। সেন্ট পিটার্সবার্গে কোর্টে নামার আগেই শারাপোভা জানিয়েছিলেন শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কোর্টে নামছেন তিনি। এ প্রসঙ্গে ৩১ বছর বয়সী মাশা বলেন, ‘যে কোন টুর্নামেন্টেই আমার প্রধান লক্ষ্য শিরোপা জয়। এই লক্ষ্য নিয়েই আমি কোর্টে নামি।’ এ সময় অস্ট্রেলিয়ান ওপেনে হারের প্রসঙ্গেও কথা বলেন তিনি। শারাপোভা বলেন, ‘হয়তো মনোযোগে কিছুটা ঘাটতি ছিল আমার। যে কারণেই অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়।’ সেন্ট পিটার্সবার্গে কোর্টের বাইরেও দারুণ অভিজ্ঞতা রয়েছে শারাপোভার। তবে সেটা তার মায়ের কাছ থেকে শুনে। এ বিষয়ে মাশা বলেন, ‘কয়েক বছর আগের কথা, এখনও স্পষ্ট মনে রয়েছে আমার। সেন্ট পিটার্সবার্গের কথা মায়ের কাছ থেকেই শুনেছি। মা এখানে বেশ কিছুদিন ছিলেন এবং সে সময় তিনি খুব ব্যস্ত সময় পার করেছিলেন। আর এই সময়টাতে সে এখানে দারুণ উপভোগ করেছিল। এখানকার প্রতিটি সুন্দর হল আমার খুব প্রিয়। এগুলো সত্যিই অনন্য। আমরা এখনও যে হলগুলোতে অবস্থান করছি সেগুলোও বিস্ময়কর। সবগুলোই সোনা দিয়ে সুসজ্জিত। খুব সাদাসিদে কিন্তু দেখতে চমৎকার।’ শারাপোভা ছাড়াও সেন্ট পিটার্সবার্গে জয়ের দেখা পেয়েছেন জেলেনা ওস্টাপেঙ্কো। রাউন্ড অব ৩২-এর ম্যাচে লাটভিয়ার এই তারকা খেলোয়াড় ৬-১, ০-৬ এবং ৬-০ গেমে পরাজিত করেন ক্রিস্টিনা মাদেনোভিচকে। আগামী মার্চে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ওয়েলস। চলতি সপ্তাহেই সেখানে অংশগ্রহণকারী খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। যেখানে মারিয়া শারাপোভাসহ বিশ্বের শীর্ষ সারির ৭৫ খেলোয়াড়ের সবারই নাম রয়েছে। সাবেক ১০ চ্যাম্পিয়নের প্রত্যেকেই ২০১৯ সালে এই টুর্নামেন্টে খেলবেন বলে নিশ্চিত করেছেন। এই টুর্নামেন্টের পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন জুয়ান মার্টিন ডেল পোত্রো। অন্যদিকে নারী এককের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। জাপানের এই তরুণ প্রতিভাবান খেলোয়াড় নতুন বছরের শুরুতেই বাজিমাত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়ে। চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে কঠিন লড়াইয়ের পর ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন তিনি। সেই সঙ্গে ব্যাক টু ব্যাক গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডও গড়েন ওসাকা। শুধু তাই নয়, জাপানের এই খেলোয়াড় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছেন এবার। ২০১৫ সালে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতেছিলেন সিমোনা হ্যালেপ। এবারও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন রোমানিয়ান তারকা। নোভাক জোকোভিচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিয়ান ওয়েলসে। ২০০৮, ২০১১, ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালে এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি। সার্বিয়ান তারকা নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে এখন ফর্মের তুঙ্গে। এছাড়াও এই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন রজার ফেদেরার (২০০৪-০৬, ২০১২, ২০১৭), রাফায়েল নাদাল (২০০৭, ২০০৯, ২০১৩), সেরেনা উইলিয়ামস (১৯৯৯, ২০০১), মারিয়া শারাপোভা (২০০৬, ২০১৩), ভিক্টোরিয়া আজারেঙ্কা (২০১২, ২০১৬) এবং ক্যারোলিন ওজনিয়াকিও (২০১১) খেলছেন বলে নিশ্চিত করেছেন।
×