ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুবিতে জব ফেয়ার

প্রকাশিত: ১২:০৪, ৩১ জানুয়ারি ২০১৯

খুবিতে জব ফেয়ার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অদম্য বাংলার সামনে দিনব্যাপী ‘খুলনা আইটি-আইটিইএস জব ফেয়ার-২০১৯’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ মেলা তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী চাকরিপ্রত্যাশী তরুণ, তরুণী ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়। মেলায় চাকরিপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা যায়। সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন, মেলার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী সহযোগী অধ্যাপক এনামুল হক এবং আয়োজকদের পক্ষে এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, এনডিসি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পিঠা উৎসব স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলা বিভাগের হলরুমে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রাজ্জাক মীর, শিক্ষক পরিষদের সম্পাদক এ. জেড. এম আরিফ হোসেন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শাহআলম, সহযোগী অধ্যাপক মোঃ হামজা মাহমুদ, সহকারী অধ্যাপক মোঃ আবদুর রউফ খান। পিঠা উৎসবে ১৫ টি স্টলে প্রায় শতাধিক দেশীয় পিঠা প্রদর্শন করা হয়।
×