ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যারা হাজীদের চোখের পানি ঝরাবে তাদের চোখ দিয়ে রক্ত ঝরানো হবে ॥ ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১২:০৩, ৩১ জানুয়ারি ২০১৯

যারা হাজীদের চোখের পানি ঝরাবে তাদের চোখ দিয়ে রক্ত ঝরানো হবে ॥ ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ধর্ম মন্ত্রণালয়ের নামের সার্থকতা কাজের মাধ্যমে প্রমাণ করব বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ। তিনি বলেন, আমি দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। এ মন্ত্রণালয়কে দুর্নীতি, অনিয়ম, অশান্তি ও বিশৃঙ্খলামুক্ত করতে যা যা করণীয় তা-ই করব। বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এমন মন্তব্য করেন। মতবিনিময়কালে ধর্ম প্রতিমন্ত্রী আসন্ন হজ কার্যক্রমকে নিষ্কণ্টক, সমালোচনাবিহীন ও মানুষের গ্রহণযোগ্য করতে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলে থাকেন ‘হাজীরা আল্লাহর মেহমান। তাদের চোখের পানি তিনি দেখতে পারেন না। তারই একজন কর্মী হিসেবে, ধর্ম প্রতিমন্ত্রীর পদে দায়িত্ব থাকাকালে যে সকল এজেন্সি কিংবা তাদের প্রতিনিধি, যারা হাজীদের চোখের পানি ফেলতে বাধ্য করবেন আমি তাদের চোখ দিয়ে পানি নয়, প্রয়োজনে রক্ত ঝরাব। তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপালনে আমি নবীন হলেও ইতোমধ্যে আন্তরিক প্রচেষ্টা ও সদিচ্ছায় আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে দুপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি হয়েছে।
×