ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে ভুল চিকিৎসার অভিযোগে মামলা

প্রকাশিত: ১২:০১, ৩১ জানুয়ারি ২০১৯

পটুয়াখালীতে ভুল চিকিৎসার অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ সালাহউদ্দিন তুহিন ও প্যাথলজিস্ট মোঃ হেমায়েত উদ্দিন হিমুর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে মামলা হয়েছে। যক্ষ্মা না হওয়া সত্ত্বেও যক্ষ্মার চিকিৎসা করায় এ মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী রোগীর ভাই নূর আমীন মোল্লা বাদী হয়ে বুধবার গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেছেন। উপজেলার মুরাদনগর গ্রামের বাসিন্দা নূর আমীন মোল্লা তার দায়ের করা মামলায় অভিযোগ করেন, তার ভাই নূর সালাম গত বছরের ১৭ নবেম্বর জ্বর নিয়ে ডাঃ সালাহউদ্দিন তুহিনের শরণাপন্ন হন। এ সময় রোগী নূর আমীনকে রোগ নির্ণয়ের জন্য হাসপাতালের পরিবর্তে বেসরকারী ডায়াগনস্টিক সেন্টার হিমু ক্লিনিকে এ পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজিস্ট হিসেবে কর্মরত মোঃ হেমায়েত উদ্দিন হিমু। পরীক্ষার রিপোর্ট দেখে ডাঃ সালাহউদ্দিন তুহিন রোগীকে যক্ষ্মা হয়েছে বলে জানান এবং সে অনুযায়ী দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরামর্শ দেন। পুরো দু’ মাস যক্ষ্মার ওষুধ খাওয়ার পরে নূর সালাম পটুয়াখালী জেলা শহরের চিকিৎসক মোঃ রেজাউর রহমানকে দেখান। ডাঃ রেজাউর রহমান প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে রোগীর যক্ষ্মা হয়নি বলে জানান। ভুল চিকিৎসায় মামলা প্রসঙ্গে ডাঃ মোঃ সালাহউদ্দিন তুহিন জানান, লোকমুখে মামলার কথা শুনেছি। মামলার কাগজ পেলে বলতে পারব কি অভিযোগ করা হয়েছে। এ বিষয় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম বলেন, দুই মাস পর পরীক্ষা করালে যক্ষ্মার আলামত পাওয়া যাবে না, এটি স্বাভাবিক।
×