ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র‌্যাগিং বিরোধী র‌্যালি

প্রকাশিত: ১১:৫৯, ৩১ জানুয়ারি ২০১৯

র‌্যাগিং বিরোধী র‌্যালি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘র‌্যাগিং নয়, নবীন-প্রবীণ সম্প্রীতি শিক্ষা পরিবেশের মূলনীতি’ প্রতিপাদ্যকে ধারণ করে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে বিরাজমান র‌্যাগিং ও ড্রাগমুক্ত ক্যাম্পাস এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পরস্পরের মাঝে বিরাজমান সম্প্রীতি ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই আয়োজন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং বিশ^বিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রেস্টুরেন্টগুলো হলো, নিউ জম জম রেস্টুরেন্ট, তিন কন্যা রেস্টুরেন্ট, ধানসিঁড়ি রেস্টুরেন্ট, ভোজন বিলাস রেস্টুরেন্ট। এ সময় প্রতিটি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান মিয়া, তিতাস গ্যাস সোনারগাঁও জোনের ব্যবস্থাপক মফিজুল ইসলাম, উপ-ব্যবস্থাপাক রেজাউল করিম, নিবেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
×