ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে আরএফএল কারখানায় আগুন ॥ ৭ শ্রমিক আহত

প্রকাশিত: ১১:৫৯, ৩১ জানুয়ারি ২০১৯

রূপগঞ্জে আরএফএল কারখানায় আগুন ॥ ৭ শ্রমিক আহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়ায় রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের (আরএফএল) ফার্নিচার কারখানায় আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ডেমরা, কাঞ্চন ও পূর্বাচল, আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে ও কারখানা থেকে বের হতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ফার্নিচার কারখানায় লেয়ার বিভাগের পশ্চিম পাশে আগুন দেখা যায়। এ সময় শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ১০টার দিকে ডেমরা, কাঞ্চন, পূর্বাচল ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ও কারখানা থেকে তড়িঘড়ি করে বের হতে গিয়ে ফায়ারসার্ভিসের কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছে। বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩০ জানুয়ারি ॥ পাঁচবিবি উপজেলার কেশবপুর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সোহেল রানা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে। র‌্যাব জানায়, নিহত ব্যক্তি এলাকার শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৮-১০টি মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, বুধবার ভোরে কেশবপুর এলাকায় কয়েক মাদক কারবারি মাদক কেনাবেচা করছিল। এসময় র‌্যাবের টহল দল উপস্থিত হলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সোহেল রানাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি মহিপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×