ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সান্তাহারে ভটভটি উল্টে শিশু নিহত

প্রকাশিত: ১১:৫৮, ৩১ জানুয়ারি ২০১৯

সান্তাহারে ভটভটি উল্টে শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৩০ জানুয়ারি ॥ বগুড়ার সান্তাহারে ভটভটি উল্টে খালে পড়ে ভটভটি যাত্রী আরিফ হোসেন (১০) নামের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা’সহ আহত হয়েছে ৫জন। মঙ্গলবার রাতে সান্তাহার শহরতলীর দমদমা গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে । আহতদের মধ্যে দুজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, এদিন উপজেলার ছাতনী গ্রাম থেকে বিয়ে পরবর্তী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টার দিকে ভটভটিযোগে নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামে যাচ্ছিল। দমদমা গ্রাম পেরিয়ে রক্তদহ বিলের শাখা খালের বাঁধের রাস্তা দিয়ে যাবার সময় ভটভটি উল্টে খালে পড়ে। এতে ঘটনাস্থলে শিশু আরিফ মারা যায়। আহত হয় আরিফের মা জুলিয়া বেগম (২৯) এবং অপর যাত্রী লেবিনা আক্তার (২২) নামের এক গৃহবধূসহ ৫ জন। এদের মধ্যে জুলিয়া বেগম ও লেবিনা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেশবপুরে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা কেশবপুর থেকে জানান, বুধবার কেশবপুরে মাইক্রোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। তার নাম মিলন সরদার (৩০)। দুপুরে কলারোয়া থেকে নিজ গ্রাম চাঁদড়ায় আসার সরসকাটি-রাজগঞ্জ সড়কের চাঁদড়া শ্মশান এলাকায় মাইক্রো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন ঘটনাস্থলেই মারা যায়। মিলন ত্রিমোহিনী বাজারের সিমেন্ট ব্যবসায়ী।
×