ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৫৭, ৩১ জানুয়ারি ২০১৯

মাগুরায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩০ জানুয়ারি ॥ ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছে আদালত । বুধবার বিকেলে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস প্রদত্ত রায়ে এক যুবতীকে ধর্ষণের দায়ে মাসুদ মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছে। সাজাপ্রাপ্ত মাসুদ মোল্লা জেলার মহম্মদপুর উপজেলার হরিনাডাঙ্গা গ্রামের সিরাজ মোল্লার ছেলে। উল্লেখ্য, ২০১০ সালের ১০ অক্টোবর রাত ১১টার দিকে আসামি মাসুদ মোল্লা ভিকটিমের ঘরের দরোজা ভেঙ্গে প্রবেশ করে তাকে ধর্ষণ করলে সে গর্ভবতী হয়ে পড়ে এবং পরবর্তীতে একটি পুত্রসন্তান জন্ম দেয়। প্রথমে মীমাংসার কথা বলে আসামিরা কালক্ষেপণ করে। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে ইসমাইল হোসেন (১৮) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে আদালত আকমাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি. এম. তারিকুল কবীর আসামির উপস্থিতিতে উক্ত রায় প্রদান করেন। জানা যায়, ২০১৪ সালের ৩ জানুয়ারি হরিপুর উপজেলার জামুন মাহিলা বস্তি গ্রামের বাসিন্দা সব্জি ব্যবসায়ী কুমের আলীর ছেলে ইসমাইল হোসেন পারিবারিক পণ্য কেনার জন্য বাইসাইকেলে জামুন বাজারে যাচ্ছিল।
×