ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তের হানা ॥ লুট

প্রকাশিত: ১১:৫৪, ৩১ জানুয়ারি ২০১৯

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তের হানা ॥ লুট

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল ও রং ব্যবসায়ী মাসুদুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা, সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৪২ ইঞ্চি টিভি ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায়। পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানায়, গত ২৭ জানুয়ারি নারায়ণগঞ্জ নগরীর টানবাজার এলাকার কেমিক্যাল ও রং ব্যবসায়ী মাসুদুর রহমানের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্রের পেছনের নিজ বাড়িটি তালাবদ্ধ করে বগুড়ার গ্রামের বাড়িতে যান। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে দৃর্বৃত্তরা বাড়ি গেট ও দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আলমারি ও শোকেস থেকে নগদ ১ লাখ ৭৬ হাজার টাকা, সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৪২ ইঞ্চি টিভি ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদুর রহমান জানান, চুরি ঘটনাটি রাত সাড়ে ৮টায় আমাদের বাড়ির ভাড়াটিয়া স্বপ্না আক্তারের মা মোবাইল ফোনে আমাকে অবহিত করেন। পরে আমি বগুড়া থেকে বুধবার ভোরে বাসায় এসে আলমারি, শোকেস খোলা ও মালামাল তছনছ করা অবস্থায় দেখতে পাই। পরে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ বুধবার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ জানান, দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।
×