ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ইউপি চেয়ারম্যান লাপাত্তা

প্রকাশিত: ১১:৫২, ৩১ জানুয়ারি ২০১৯

রাজশাহীতে ইউপি চেয়ারম্যান লাপাত্তা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আজম তৌহিদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রায় এক মাস ধরে তিনি ইউপি কার্যালয়েও যাচ্ছেন না। চেয়ারম্যান এভাবে লাপাত্তা থাকায় পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পরিষদের সব সদস্যরা লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এমন অভিযোগ করেছেন। গত ২১ জানুয়ারি করা এ অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের বিভাগের উপ-পরিচালক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালককেও দেয়া হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরীও সুপারিশ করেছেন। যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান আলী আজম তৌহিদ পরিষদে অনুপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকালে ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে আছেন। তবে তিনি জামিন পেয়েছেন। শীঘ্রই তিনি পরিষদে ফিরবেন। চেয়ারম্যান আলী আজম তৌহিদ গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি। তিনি বলেন, ইউপি সচিবের সঙ্গে তার যোগাযোগ আছে। পরিষদে না থাকলেও তিনি এভাবে দাফতরিক কাজ কর্ম করছেন। কিন্তু আওয়ামী লীগ সমর্থক একজন প্যানেল চেয়ারম্যান তাকে সরিয়ে চেয়ারম্যানের দায়িত্ব নিতে চান। তাই তার বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ করা হয়েছে। তবে চেয়ারম্যান তৌহিদের বিরুদ্ধে বিএনপি সমর্থক সদস্যরাও অভিযোগ করেছেন। লিখিত ওই অভিযোগে বলা হয়েছে, বর্তমান পরিষদ ২ বছর ৪ মাস আগে দায়িত্ব নিলেও আয়-ব্যয়ের কোন হিসাব সদস্যরা জানতে পারেননি। তারা সেগুলো জানার চেষ্টা করলে চেয়ারম্যান তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
×